ফের তৃণমূলে ভাঙন, বিজেপির পথে আরও এক বিধায়ক-সহ ১১ কাউন্সিলর

কলকাতা: সদ্য বিজেপিতে নাম লিখিয়েছেন তৃণমূল বিধায়ক সুনীল সিংহ৷ এবার সুনীলের পথেই হাঁটতে চলেছেন আরও এক তৃণমূল বিধায়ক৷ সঙ্গে হাতছাড়া হওয়ার পথে আরও এক পুরসভা৷ মুকুল রায়ের সঙ্গে বনগাঁ উত্তরের তৃণমূল বিধায়ক বিশ্বজিত দাস-সহ বনগাঁ পুরসভায় অনাস্থা জানানো ১১ কাউন্সিলরের ছবি ঘিরে তুঙ্গে জল্পনা৷ তৃণমূল বিধায়ক বিশ্বজিত দাসের সঙ্গে খুব ভাল সম্পর্ক ছিল মুকুল রায়ের৷

ফের তৃণমূলে ভাঙন, বিজেপির পথে আরও এক বিধায়ক-সহ ১১ কাউন্সিলর

কলকাতা: সদ্য বিজেপিতে নাম লিখিয়েছেন তৃণমূল বিধায়ক সুনীল সিংহ৷ এবার সুনীলের পথেই হাঁটতে চলেছেন আরও এক তৃণমূল বিধায়ক৷ সঙ্গে হাতছাড়া হওয়ার পথে আরও এক পুরসভা৷ মুকুল রায়ের সঙ্গে বনগাঁ উত্তরের  তৃণমূল বিধায়ক বিশ্বজিত দাস-সহ বনগাঁ পুরসভায় অনাস্থা জানানো ১১ কাউন্সিলরের ছবি ঘিরে তুঙ্গে জল্পনা৷

তৃণমূল বিধায়ক বিশ্বজিত দাসের সঙ্গে খুব ভাল সম্পর্ক ছিল মুকুল রায়ের৷ তৃণমূল ছেড়ে মুকুল রায়ের বিজেপিতে যোগদানের পরই তৈরি হয়েছিল জল্পনা৷ কিন্তু, তখন ‘দাদা’ মুকুলের হাত ধরেননি বিধায়ক বিশ্বজিত দাস৷ লোকসভা ভোটে ফলাফল দেখে এবার বিজেপির পথে পা বাড়ালেন এই তৃণমূল বিধায়ক৷

ফের তৃণমূলে ভাঙন, বিজেপির পথে আরও এক বিধায়ক-সহ ১১ কাউন্সিলরগত কয়েক দিন ধরেই দলে নিখোঁজ ছিলেন বিশ্বজিত দাস৷ বন্ধ ছিল ফোন৷ পরে, জানা খবর মেলে বনগাঁ পুরসভায় অনস্থা আনা ১১ কাউন্সিলকে নিয়ে দিল্লি গিয়েছেন বিধায়ক বিশ্বজিত দাস৷ তখন ছড়িয়ে পড়ে জল্পনা৷ বিশ্বজিত কি মুকুলের হাত ধরবেন? এই জল্পনার আগুনে ঘি ঢালে বিশ্বজিত দাসের ফেসবুক প্রোফাল৷ সেখানে জ্বলজ্বল করছে, বনগাঁর স্থানীয় বিজেপির নেতৃত্বের সঙ্গে মুকুল রায় ও বিশ্বজিত দাসের ছবি৷ সঙ্গে তৃণমূলের ১১ কাউন্সিলর৷ সূত্রের খবর, আজই দিল্লিতে দলবদল করতে পারেন দলছুল তৃণমূলের বেশ কয়েকজন স্থানীয় নেতৃত্ব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + eighteen =