নয়াদিল্লি: উত্তরবঙ্গে বড় ভাঙন তৃণমূলের৷ দলবদল কলেন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র৷ তাঁর সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি সহ ১২ জন সদস্য ও দু’টি পুরসভার অধিকাংশ কাউন্সিলর৷ বিজেপিতে যোগ দিলেন কালচিনির তৃণমূল বিধায়ক উইলসন চম্পামারি৷ আজ, সোমবার দিল্লিতে বিজেপিতে যোগ দেন তাঁরা৷
উত্তরবঙ্গের রাজনীতিতে বিপ্লব অনুগামী হিসেবে পরিচিত আরও একঝাঁক নেতানেত্রীও বিজেপিতে নাম লেখান৷ বিপ্লববাবুকে বিজেপির রাজ্য কমিটিতে বড় পদ দেওয়া হতে পারে বলে খবর৷ এই দলবদলের জেরে দক্ষিণ দিনাজপুর জেলায় জেলা পরিষদ থেকে শুরু করে গঙ্গারামপুর ও বুনিয়াদপুর পুরসভা-সহ একাধিক পঞ্চায়েত সমিতিও তৃণমূলের হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷
কয়েক দিন ধরেই কালচিনির তৃণমূল বিধায়কের দলবদলের জল্পনা শুরু হয়৷ আলিপুরদুয়ারে ঘাসফুল শিবিরের পর্যালোচনা বৈঠকে তিনি যোগ না দেওয়ায় সেই জল্পনা আরও বৃদ্ধি পায়৷ দলের জেলা পর্যবেক্ষক অরূপ বিশ্বাসের নেতৃত্বে ওই বৈঠক হওয়ার কথা থাকলেও আলিপুরদুয়ারের তিন বিধায়ক হাজির থাকলেও উপস্থিত ছিলেন না নাগরাকাটার বিধায়ক শুক্রা মুন্ডা ও কালচিনির বিধায়ক উইলসন চম্প্রমারি৷
এদিন দল বদলের পর মুকুল রায় বলেন, এটা ট্রেলার, এখনও মুভি বাকি আছে৷