ফের মুকুল দুর্গে বড়সড় ভাঙন ধরাল তৃণমূল, ব্যাকফুটে ‘চাণক্য’!

কলকাতা: ফের মুকুল রায়ের দূর্গে অভিযান চালাল ঘাসফুল শিবির৷ ভাটপাড়া থেকে শুরু করে নোয়াপাড়া-সহ বেশ কয়েকটি পুরসভার বহু কাউন্সিলর আজ বিজেপি ছেড়ে ফের তৃণমূলের নাম লিখালেন৷ তৃণমূল সূত্রে খবর, নৈহাটি পুরসভার ১০ কাউন্সিলর ও নোয়াপাড়া পুরসভার ২ জন কাউন্সিল পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে দলে ফিরে যান৷ আগামী দিনে বিজেপিতে যাওয়া

ফের মুকুল দুর্গে বড়সড় ভাঙন ধরাল তৃণমূল, ব্যাকফুটে ‘চাণক্য’!

কলকাতা: ফের মুকুল রায়ের দূর্গে অভিযান চালাল ঘাসফুল শিবির৷ ভাটপাড়া থেকে শুরু করে নোয়াপাড়া-সহ বেশ কয়েকটি পুরসভার বহু কাউন্সিলর আজ বিজেপি ছেড়ে ফের তৃণমূলের নাম লিখালেন৷

তৃণমূল সূত্রে খবর, নৈহাটি পুরসভার ১০ কাউন্সিলর ও নোয়াপাড়া পুরসভার ২ জন কাউন্সিল পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে দলে ফিরে যান৷ আগামী দিনে বিজেপিতে যাওয়া প্রতিটি কাউন্সলির দলে ফিরবে বলেও জানিয়েছেন ফিরহাদ৷

এদিন মন্ত্রী জানান, বিজেপি বারাকপুরে সন্ত্রাস শুরু করেছে৷ আর সেই কারণে কাউন্সিলরা দল বদল করতে বাধ্য হন৷ সন্তানের মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখিয়ে কাউন্সিলরদের বিজেপি যোগ দেওয়ানো হয়৷ বিজেপি গিয়ে ওঁরা মানিয়ে নিতে পারেনি৷ ফলে, পরে এই ১০ জন কাউন্সিলর ফিরে এসেছেন দলে৷ আর এই দল বদলের সৌজন্যে নৈহাটি পুরসভায় তৃণমূল বেড়ে দাঁড়াল ২৩-এ ও গারুলিয়া পুরসভায় তৃণমূলের কাউন্সিলর সংস্থা ১০ হয়েছে৷

ইতিমধ্যেই রাজ্যের একাধিক পুরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে৷ সেই সমস্ত পুরসভার ভোট কবে? জবাব পুরমন্ত্রী বলেন, আগামী বছর রাজ্যের সমস্ত পুরসভার এক সঙ্গে নির্বাচন হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + twenty =