স্নাতক থেকে বি.কমে নামলেন স্মৃতি! ফের তুঙ্গে বিতর্ক

নয়াদিল্লি: তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই৷ ফের তুঙ্গে স্মৃতি ইরানির শিক্ষা বিতর্ক৷ কিন্তু, হঠাৎ কেন এই বিতর্ক৷ ঘটনার সূত্রপাত কমিশনে দাখিলকরা হলফনামা ঘিরে৷ রাহুল গান্ধির বিরুদ্ধে আমেথিতে স্মৃতি ইরানির পেশ করা হলফনামা জানিয়েছেন, ২০১৪ সালে তিনি ছিলেন স্নাতক৷ কিন্তু, ২০১৯ সালে তিনি স্নাতক নন৷ হলফনামায় স্মৃতি জানিয়েছেন, ১৯৯১ সালে তিনি মাধ্যমিক পাশ করেছেন। উচ্চ মাধ্যমিক

b9309707a959af954fd321539d2d4831

স্নাতক থেকে বি.কমে নামলেন স্মৃতি! ফের তুঙ্গে বিতর্ক

নয়াদিল্লি: তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই৷ ফের তুঙ্গে স্মৃতি ইরানির শিক্ষা বিতর্ক৷ কিন্তু, হঠাৎ কেন এই বিতর্ক৷ ঘটনার সূত্রপাত কমিশনে দাখিলকরা হলফনামা ঘিরে৷

রাহুল গান্ধির বিরুদ্ধে আমেথিতে স্মৃতি ইরানির পেশ করা হলফনামা জানিয়েছেন, ২০১৪ সালে তিনি ছিলেন স্নাতক৷ কিন্তু, ২০১৯ সালে তিনি স্নাতক নন৷ হলফনামায় স্মৃতি জানিয়েছেন, ১৯৯১ সালে তিনি মাধ্যমিক পাশ করেছেন। উচ্চ মাধ্যমিক ১৯৯৩ সালে। ১৯৯৪ সালে তিনি দিল্লি বিশ্ববিশ্ববিদ্যালয়ে স্কুল অফ ওপেন লার্নিংয়ে বি.কম পার্ট ওয়ান পাশ করেছেন৷

পাঁচবছর আগে তিনি স্নাতক বলে হলফনামা দেওয়ার পর তুমুল বিতর্ক দেখা দিয়েছিল৷ বিরোধীরা দাবি করেছিল, তিনি স্নাতক নন৷ স্মৃতি ইরানি তাঁর হলফনামায় ৪.৭১ কোটি টাকার বেশি অর্থমূল্যের সম্পত্তির উল্লেখ করেছেন৷ তাঁর অস্থাবর সম্পত্তির মূল্য ১.৭৫ কোটি টাকা৷ স্থাবর সম্পত্তি ২.৯৬ কোটি টাকা৷ অস্থাবর সম্পত্তির মধ্যে ৩১ মার্চ পর্যন্ত তাঁর কাছে নগদ ৬.২৪ লক্ষ টাকা আছে৷ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮৯ লক্ষ টাকার বেশি৷ ১৩.১৪ লক্ষ টাকার একটি গাড়ি, ২১ লক্ষ টাকার গহনা-অলঙ্কার আছে স্মৃতির৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *