বুথে ঢুকে ভোট কর্মীদের হুমকি বাবুলের, বেরিয়ে আক্রান্ত মন্ত্রী

আসানসোন: বুথে ঢুকে ভোটকর্মীদের প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে৷ বুথ থেকে বেরতেই আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী৷ বাবুলকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের ঘেরাও৷ গাড়ি ভাঙচুরের অভিযোগ৷ আসানসোলের বাবাবনি ১৯৯ বুথের ঘটনা৷ এদিনের এই ঘটনায় বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন৷ এদিনের এই ঘটনা প্রসঙ্গে বাবুলের দাবি, ‘‘আমাদের এজেন্টকে মারধর করে বের করে দেওয়া

বুথে ঢুকে ভোট কর্মীদের হুমকি বাবুলের, বেরিয়ে আক্রান্ত মন্ত্রী

আসানসোন: বুথে ঢুকে ভোটকর্মীদের প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে৷ বুথ থেকে বেরতেই আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী৷ বাবুলকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের ঘেরাও৷ গাড়ি ভাঙচুরের অভিযোগ৷ আসানসোলের বাবাবনি ১৯৯ বুথের ঘটনা৷ এদিনের এই ঘটনায় বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন৷

বুথে ঢুকে ভোট কর্মীদের হুমকি বাবুলের, বেরিয়ে আক্রান্ত মন্ত্রীএদিনের এই ঘটনা প্রসঙ্গে বাবুলের দাবি, ‘‘আমাদের এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছে৷ আমি এসেছিলাম এজেন্টকে বসাতে৷ কিন্তু, আমি বুথে ঢুকতেই আমার গাড়ি ভাঙচুর করা হয়৷ আমাকে ঘিরে বিক্ষোভ দেকানো হয়৷ আমাকে আটকে রাখার চেষ্টা করা হয়৷’’

তৃণমূল কর্মী সমর্থকদের দাবি, বাবুল এলাকায় ঢুকে আশান্তি পাকানোর চেষ্টা করছিল৷ তাই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়৷ জানা গিয়েছে, এদিন সকালে বুথে ঢুকে মারমুখী হয়ে ওঠেন বাবুল৷ কেন তাঁদের এজেন্টকে বসতে দেওয়া হল না, এই প্রশ্ন তুলে ভোটকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী৷ শুরু হয় তর্ক৷ পাল্টা ভোটকর্মীরাও বাবুলের সঙ্গে তর্ক জুড়ে দেন৷ পরিস্থিতি বেগতিক দেখে ভোটকর্মীদের হুমকি দিয়ে বুথ থেকে বেরিয়া যান তিনি৷ বুথের বাইরে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হন বাবুল৷ তাঁকে ঘিরে দফায় দফায় চলে বিক্ষোভ৷ ভাঙা হয় গাড়ির পিছনের কাঁচ৷ পরে, বাবুলের নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এলাকা ছেড়ে চলে যান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *