আসানসোল: আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে৷ মেয়রের দাবি, তাঁকে ফোন করে হুমকি দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী৷ এই মর্মে থানায় বাবুলের নামে অভিযোগ দায়ের মেয়রের৷
জিতেন্দ্র তিওয়ারিকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উড়িয়ে বাবুল সুপ্রিয়র কটাক্ষ, ছেলেমানুষি করছে জীতেন্দ্র৷ ছেলেমানুষি করে সময় নষ্ট না করে থানায় অভিযোগ দায়ের করার পরিবর্তে তাঁর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ারই আহ্বান বাবুলের৷
এর আগে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন জিতেন্দ্র তিওয়ারি৷ বুধবার দুর্গাপুরের ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ তুলে খোদ পুলিশ কর্তার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তৃণমূল নেতৃত্বের৷ বিজেপির উপর রাগ দেখিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আসানসোলের মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি৷ দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ গৌতম তালুকদারকে তাঁর হুশিয়ারি, ‘‘এখনই চলুন৷ দেখা দেখি চলবে না৷ দেখা দেখির কোনও বিষয় নেই এখানে৷ এখনই চলুন৷ বহুত চামচাবাজি হয়েছে না৷ চলুন বলছি, এখন না হলে বিজেপির সব অফিস ভাঙচুর করব৷ তখন কিছুই করতে পারবেন না আপনি৷’’