কলকাতা: তৃণমূলের মোকাবিলায় এবার গানকে হাতিয়ার গায়ক তথা বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। রাজ্যপাট থেকে তৃণমূলকে হঠাতে গান গেয়েছেন বাবুল। বাংলায় গাওয়া এই গান দলীয় প্রচারের ক্ষেত্রে কাজে লাগাতেই এমন ভাবনা তাঁর। গানের লিরিক শুনে অন্তত তেমনই মনে করছেন ভোটাররা।
এর আগে আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন সম্পর্কে বাবুল সুপ্রিয়ের মত ছিল, তিনি রুচিশীল মানুষ, তাঁর সঙ্গে এককাপ কফি খেতে চান তিনি। এরপর গান। যদিও এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি বিজেপি। তবে, আসানসোল থেকে গতবারের জয়ী প্রার্থীদের দাঁড় করানোর সম্ভাবনাই বেশি। এই পরিস্থিতিতে রুচিশীল প্রতিপক্ষের বিরুদ্ধে সাংস্কৃতিক উপায়ই যে তিনি লড়াইয়ে আগ্রহী, গান বেঁধে সেটাই বোঝাতে চাইছেন বাবুল সুপ্রিয়।