ভোটে পরাজিত হলে শিয়ালদহে টিয়াপাখি নিয়ে বসছেন বাবুল!

বাদুড়িয়া: তাঁকে ঘিরে বিতর্কের অন্ত নেই৷ কখন গান গেয়ে জড়িয়েছেন বিতর্কে, কখনও আবার তৃণমূলের মহিলা প্রার্থীকে নিয়ে বেফাঁস মন্তব্য, আবার কখন ভোট চলাকালীন ভোটকর্মীদের শাসিয়ে চলতি ভোটের বাজারে বিতর্কে জড়িয়েছেন আসানসোলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়৷ এবার ভোট হাললে পরবর্তী পরিকল্পনা জানিয়ে হাসির খোরাক হলেন বিজেপির বিদায়ী সাংসদ৷ রাগঢাক না করেই বাবুলের বার্তা, এবারের নির্বাচনে হেরে গেলে শিয়ালদহে

3f8888776c946d49bc35e62afde9836c

ভোটে পরাজিত হলে শিয়ালদহে টিয়াপাখি নিয়ে বসছেন বাবুল!

বাদুড়িয়া: তাঁকে ঘিরে বিতর্কের অন্ত নেই৷ কখন গান গেয়ে জড়িয়েছেন বিতর্কে, কখনও আবার তৃণমূলের মহিলা প্রার্থীকে নিয়ে বেফাঁস মন্তব্য, আবার কখন ভোট চলাকালীন ভোটকর্মীদের শাসিয়ে চলতি ভোটের বাজারে বিতর্কে জড়িয়েছেন আসানসোলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়৷ এবার ভোট হাললে পরবর্তী পরিকল্পনা জানিয়ে হাসির খোরাক হলেন বিজেপির বিদায়ী সাংসদ৷

রাগঢাক না করেই বাবুলের বার্তা, এবারের নির্বাচনে হেরে গেলে শিয়ালদহে টিয়াপাখি নিয়ে বসছেন৷ রবিবার ষষ্ঠদফার ভোটের দিনে বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর সমর্থনে বাদুড়িয়াতে সভা করেন বাবুল৷ এদিন সভা মঞ্চ থেকেই বাবুলের কটাক্ষ, ‘‘আসানসোলে নাকি আমি হেরে যাব৷ যদি হেরে যাই, তাহলে শিয়ালদহ স্টেশনে টিয়াপাখির খাঁচা নিয়ে বসব!’’ কেন্দ্রীয় মন্ত্রীর মুখে এহেন মন্তব্য শুনে হাততালি শুরু করে দেন উপস্থিত বিজেপি কর্মী- সমর্থকরা৷

আসানসোল কেন্দ্রের ভোট আগে হয়ে গিয়েছে৷ ইভিএম বন্দি বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ও তৃণমূলের মুনমুন সেনের দিল্লি যাওয়ার টিকিট৷ এবার আসানসোলেন হাড্ডাহাড্ডি লড়াই৷ এই অবস্থায় প্রকাশ্য মঞ্চ থেকে আরও একবার জয় নিয়ে বাবুলের চ্যালেঞ্জ, রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *