আজ বিকেল: বাবুল সুপ্রিয়র গাড়ি আটকে বিক্ষোভ আসানসোলের বারাবনিতে। এদিকে বিজেপি প্রার্থীর নিরাপত্তার জন্য রয়েছে সিআরপিএফ জওয়ানরা, যদিও বিজেপি নেতাকে বের করতে হিমশিম খেতে হচ্ছে। ঘটনাস্থল বারাবনির ১০৯ নম্বর বুথ।অভিযোগ, তৃণমূলের পোলিং এজেন্টের সঙ্গে বাবুলের কথা কাটাকাটি শুরু হয়। তা থেকেই গন্ডগোলের সূত্রপাত। বাবুলের বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ এনেছেন তৃণমূল কর্মীরা।
বাবুলের পাল্টা অভিযোগ, এখানকার বাসিন্দাদের ভোট দিতে দিচ্ছে না তৃণমূলের কর্মী সমর্থকরা। তাঁর গাড়ি ঘিরে চলছে বিক্ষোভ। বাবুলের দাবি, তিনি যাতে গোটা এলাকা পরিদর্শন না করতে পারেন সেজন্যই তৃণমূল এসব করছে। তাঁকে একটা জায়গায় আটকে রাখার চেষ্টা করা হচ্ছে। বিক্ষোভকারীদের অভিযোগ, বাবুল সুপ্রিয়র লোকজনরা তাঁদের মেরেছে।অভিযোগ, গুন্ডা নিয়ে ঘুরছেন বাবুল আর সবাইকে চমকে বেড়াচ্ছেন।
বাবুল শিবিরের দাবি, ওই বুথে বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হচ্ছিল না। তাই খবর পেয়ে ঘটনাস্থলে যান প্রার্থী। কোনওরকম হাতহাতিতে জড়াননি তিনি। এসব অপপ্রচার চলচে। যদিও ঘটনাস্থলে বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের আহত অবস্থাতেই পাওয়া যায়। একজনের নাক থেকে রক্তও পড়ছিল।