‘মুখ ফিরিয়ে না থেকে চলে আয়’, মমতার কাননকে বার্তা ববির

কলকাতা: খরাপ ফলাফল৷ ভোট বাড়লেও কমেছে আসন৷ লোকসভায় ফল ঘোষণার পর নিজে হাতে দলটাও ভেঙেছেন তৃণমূল নেত্রী৷ বেশ কিছু নেতার ডানাও ছেঁটেছেন মমতা৷ দ্বায়িত্ব বেড়েছে বেশ কয়েকজন নেতার৷ বিজেপির উত্থানে বেশি খানিকটা চিন্তিত ঘাসফুল শিবির৷ দলের এই কঠিন সময়ে এবার ডাক পড়ল সেই অভিমানি শোভনকে৷ ভুল বোঝাবুঝি মেটাতে পাক্তন মেরয়ের সঙ্গে বর্তমানের ফোনালাপ ঘিরে ফের

‘মুখ ফিরিয়ে না থেকে চলে আয়’, মমতার কাননকে বার্তা ববির

কলকাতা: খরাপ ফলাফল৷ ভোট বাড়লেও কমেছে আসন৷ লোকসভায় ফল ঘোষণার পর নিজে হাতে দলটাও ভেঙেছেন তৃণমূল নেত্রী৷ বেশ কিছু নেতার ডানাও ছেঁটেছেন মমতা৷ দ্বায়িত্ব বেড়েছে বেশ কয়েকজন নেতার৷ বিজেপির উত্থানে বেশি খানিকটা চিন্তিত ঘাসফুল শিবির৷ দলের এই কঠিন সময়ে এবার ডাক পড়ল সেই অভিমানি শোভনকে৷ ভুল বোঝাবুঝি মেটাতে পাক্তন মেরয়ের সঙ্গে বর্তমানের ফোনালাপ ঘিরে ফের তুঙ্গে রাজনৈতিক জল্পনা৷

পুরানো বিবাদ মিটিয়ে নিতে কলকাতা পুরসভার বর্তমান মেয়র ফিরহাদ হাকিম কাছে ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা স্নেহভাজন, পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে৷ সূত্রের খবর, দলের বর্তমান অবস্থায় বেহালা পূর্ব কেন্দ্রের বিধায়ককে ফোন করেছেন ফিরহাদ হাকিম৷ বলেছেন, ‘‘দেখছিস তো দলের এখন দুর্দিন৷ মুখ ফিরিয়ে না থেকে চলে আয়৷’’ মমতার আদরের কানন নাকি এর উত্তরও দিয়েছেন৷ বলেছেন, ‘‘এখন ঘুমবো৷ গড়ে আগুন লেগে গিয়েছে৷’’

শোভন-বৈশাখী কাণ্ড নিয়ে রত্মার সংসরে সত্যিই আগুন জ্বলে ওঠে৷ সেই আগুনের উত্তাপ ছড়িয়ে পড়ে দলেও৷  বিস্তর জলঘোলাও হয়৷ স্ত্রীয়ের সঙ্গে বিবাদ, বৈশাখীর সঙ্গে সম্পর্ক, শোভনের ব্যক্তিগত জীবন হাটখোলা হয়ে যায় মিডিয়ায়৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তিতিবিরক্ত হয়ে ডানা ছেঁটে দেন শোভনের৷ মমতার ধমক খেয়ে রাতারাতি মেয়র পদ থেকে সরে দাঁড়ান শোভন৷ অভিমানী শোভন নিজেকে সবকিছু থেকেই সরিয়ে নেন৷ তার পর আর দলের সঙ্গে কোনও যোগাযোগ রাখাননি৷ করেননি লোকসভার প্রচার৷ এবার দলের ফল খাপার হতেই ফের দলে ডাকে শোভনকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =