দেশকে শান্তিতে থাকতে দেবে না অযোধ্যা মামলাকারীরা: রঞ্জন গগৈ

নয়াদিল্লি: ‘আপনারা এই দেশকে কিছুতেই শান্তিতে থাকতে দেবেন না। সবসময়ই কিছু না কিছু আছে,’ এরকমই বেনজির মন্তব্য করলেন বিচারপতি রঞ্জন গগৈ। অযোধ্যার বিতর্কিত জমিতে প্রার্থনা করার আবেদন জানানো হয় তাঁর বেঞ্চে। যা শুক্রবার সরাসরি খারিজ করে দেন তিনি। একই সাথে তাঁর মন্তব্য, আবেদনকারীরা দেশকে শান্তিতে থাকতে দেবে না। যা এককথায় বেনজির। অযোধ্যা নিয়ে বারংবার আদালতকে

দেশকে শান্তিতে থাকতে দেবে না অযোধ্যা মামলাকারীরা: রঞ্জন গগৈ

নয়াদিল্লি: ‘আপনারা এই দেশকে কিছুতেই শান্তিতে থাকতে দেবেন না। সবসময়ই কিছু না কিছু আছে,’ এরকমই বেনজির মন্তব্য করলেন বিচারপতি রঞ্জন গগৈ।

অযোধ্যার বিতর্কিত জমিতে প্রার্থনা করার আবেদন জানানো হয় তাঁর বেঞ্চে। যা শুক্রবার সরাসরি খারিজ করে দেন তিনি। একই সাথে তাঁর মন্তব্য, আবেদনকারীরা দেশকে শান্তিতে থাকতে দেবে না। যা এককথায় বেনজির। অযোধ্যা নিয়ে বারংবার আদালতকে বিরক্ত করা হচ্ছে বলে বিরক্ত হয়েই এই মন্তব্য করেন তিনি বলে মনে করছেন আইনজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 11 =