কলকাতা: সব্যসাচী দত্ত বনাম তৃণমূল সংঘাতে নয়া মোড়৷ বিধাননগরের মেয়রকে আইনি নোটিস পাঠালেন কাউন্সিলর সুভাষ বসুর স্ত্রী শর্মিষ্ঠা বসু। ৩ দিনের মধ্যে নিঃশর্তে ক্ষমা না চাইলে সব্যসাচীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিধাননগর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ বসু।
বিধাননগরের মেয়রকে আইনি নোটিস পাঠালেন কাউন্সিলর সুভাষ বসুর স্ত্রী শর্মিষ্ঠা বসু৷ বিধাননগর পুরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ বসু বলেন, ‘‘স্ত্রী ও আমার তরফ থেকে সব্যসাচী দত্তকে নোটিস পাঠানো হয়েছে। বিগত ক’দিন ধরে সব্যসাচী যে সমস্ত ভিত্তিহীন, আজেবাজে বক্তব্য সংবাদমাধ্যমে করেছেন, তাতে সামাজিক ভাবে মানসম্মান হানি করেছেন। ভিত্তিহীন তথ্য দিয়ে কেউ যদি আমাদের মানহানি করেন, সেজন্যই মানহানির মামলা করা করতে বাধ্য হলাম৷’’
কয়েকদিন ধরে ওই কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জানিয়ে বিভিন্ন সোশ্যাল সাইটের বিভিন্ন গ্রুপে মেসেজ ফরওয়ার্ড করেছেন সব্যসাচী। যার জেরেই সব্যসাচীর বিরুদ্ধে আইনি নোটিস দিয়েছেন ওই কাউন্সিলর। যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে, সব্যসাচী দত্তকে কোণঠাসা করতেই এই আইনি নোটিস। যদিও কাউন্সিলরের পাঠানো আইনি নোটিস প্রসঙ্গে এখনও সব্যসাচীর দত্তর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিধাননগর পুরসভায় দলীয় কাউন্সিলরদের আনা অনাস্থা প্রস্তাবকে চ্যালেঞ্জ করে গত সপ্তাহেই হাইকোর্টে মামলা দায়ের করেছেন মেয়র সব্যসাচী দত্ত। সোমবার বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে সেই মামলার শুনানি। গত সপ্তাহেই সব্যসাচী দত্তের বিরুদ্ধে অনাস্থা আনেন ৩৫ জন কাউন্সিলর। আগামী ১৮ জুলাই ভোটাভুটি। তার আগে হাইকোর্টে মামলা কোন পথে এগোয় সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের৷