স্বৈরাচারী শাসন চলছে, দেশ বাঁচাতে বিজেপিকে ত্যাগ করুন: মমতা

আজ বিকেল: দেশে স্বৈরাচারী শাসন চলছে, গণতন্ত্র বিপন্ন। চন্দ্রবাবু নায়ডুর আমন্ত্রণে অন্ধ্রপ্রদেশ রওনা হওয়ার আগে দমদম বিমানবন্দরে একথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দেশের মানুষ স্বস্তিতে নেই। এখানে দেশে যা অস্থিরতা চলছে, স্বৈরাচার চলছে তাতে মানুষের বাক স্বাধীনতা নেই। বিজেপি সাধারণত গায়ের জোরে গোটা দেশে সন্ত্রাস চালাচ্ছে। মানুষের বাক স্বাধীনতা নেই। মমতা জানান, দেশে

2e84b7bedce17fb774541da21eb8b748

স্বৈরাচারী শাসন চলছে, দেশ বাঁচাতে বিজেপিকে ত্যাগ করুন: মমতা

আজ বিকেল: দেশে স্বৈরাচারী শাসন চলছে, গণতন্ত্র বিপন্ন। চন্দ্রবাবু নায়ডুর আমন্ত্রণে অন্ধ্রপ্রদেশ রওনা হওয়ার আগে দমদম বিমানবন্দরে একথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দেশের মানুষ স্বস্তিতে নেই। এখানে দেশে যা অস্থিরতা চলছে, স্বৈরাচার চলছে তাতে মানুষের বাক স্বাধীনতা নেই। বিজেপি সাধারণত গায়ের জোরে গোটা দেশে সন্ত্রাস চালাচ্ছে। মানুষের বাক স্বাধীনতা নেই।

মমতা জানান, দেশে একনায়ক তন্ত্রের সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। মোদি সরকারকে ভোট দেবেন না, দেশের পরিস্থিতি ভাল নয়, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বিলগ্নিকরণ করে দেওয়া হয়েছে পুরোপুরিভাবে, কৃষক থেকে শুরু করে শ্রমিক সবার জীবন অন্ধকারে পর্যবসিত হচ্ছে। দেশের স্বাধীনতা বিপন্ন হচ্ছে। এই সময় ক্ষুদ্র স্বার্থ ছেড়ে সকলকে বৃহত্তর স্বার্থে ভাবনা চিন্তা করার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। আর তার একটাই দাবি, দেশের দশের স্বার্থে বিজেপিকে ভোট দেবেন না।

এদিন তিনি বলেন, ইউনাইটেড ইন্ডিয়া গঠিত হবে। অনেকগুলি বৈঠক ও সমাবেশ এযাবৎ হয়েছে। জনগণের দল নিয়ে তিনি ১০০ শতাংশ আশাবাদী। তাই চন্দ্রবাবু নাডুর আমন্ত্রণে তেলগুদেশম পার্টির ডাকে সমাবেশে যো দিতে বিশাখাপত্তনম যাচ্ছেন। সেখানকার প্রিয়দর্শিনী স্টেডিয়ামে আজই সভা। সভা সেরে সোমবার সকালেই ফের কলকাতায় ফিরছেন মমতা, তাঁর দাবি মানুষ চাইলে বিজেপি হারবে, জনগণের সরকার ক্ষমতায় আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *