নজরে নির্বাচন! দলকে তাতাতে সেলিব্রেটির খোঁজে বঙ্গ বিজেপি, মিলবে সুফল?

কলকাতা: ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাংলাদখলের লড়াইটা যে খুব সোজা হবেনা ইতিমধ্যেই তার আঁচ পেতে শুরু করছে দেশের সংখ্যাগরিষ্ঠ দল৷ তাই তৃণমূল শাসিত রাজ্যে নিজেদের অবস্থান পাকা করতে এখন থেকেই ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে বঙ্গ বিজেপি৷ এক্ষেত্রে মূলত তারকাদের দলে টেনেই এখন দলের শ্রীবৃদ্ধি করতে মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দল৷ শুধু প্রচারের কাজেই নয়৷ দলের বিশেষ

নজরে নির্বাচন! দলকে তাতাতে সেলিব্রেটির খোঁজে বঙ্গ বিজেপি, মিলবে সুফল?

কলকাতা: ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাংলাদখলের লড়াইটা যে খুব সোজা হবেনা ইতিমধ্যেই তার আঁচ পেতে শুরু করছে দেশের সংখ্যাগরিষ্ঠ দল৷ তাই তৃণমূল শাসিত রাজ্যে নিজেদের অবস্থান পাকা করতে এখন থেকেই ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে বঙ্গ বিজেপি৷ এক্ষেত্রে মূলত তারকাদের দলে টেনেই এখন দলের শ্রীবৃদ্ধি করতে মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দল৷

শুধু প্রচারের কাজেই নয়৷ দলের বিশেষ বিশেষ পদ এমনকি মন্ত্রীত্বের টোপ দিতেও পিছপা হচ্ছেনা৷ দলীয় সূত্রে জানা যাচ্ছে তারকাদের জন্য দলে বিশেষ জায়গা রাখা হচ্ছে৷ এক্ষেত্রে খেলোয়াড় থেকে গায়ক-গায়িকা, সাহিত্যিক থেকে নায়ক-নায়িকাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে বিজেপির শাখা দলগুলি৷

সেলেব প্রার্থী হিসেবে এপর্যন্ত গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়, অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়, রুপা গঙ্গোপাধ্যায়,অভিনেতা জয় ব্যানার্জি৷ বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল৷ রাজনীতিতে অভিজ্ঞ মানুষদের পাশাপাশি ভিন্ন পেশায় যুক্ত সেলিব্রেটি দের দলে নেওয়ার প্রচলন শুরু হয়েছিল ২০০৯ সালে, রাজ্যের শাসকদলের হাত ধরেই৷

তারপর থেকে এই ধারাই চলে আসছে৷ তাই বিজেপি দলে সেলেব আমদানির বিষয়টি নিয়ে বিশেষ কোনও মাথাব্যথা নেই শাসকদলের৷ তবে এনিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না রাজ্যের অন্য দুই বিরোধী শিবির বাম-কংগ্রেস৷ আগামী বিধানসভা নির্বাচনে গ্ল্যামারাস ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি বাংলার গেরুয়া শিবিরে কতটা জৌলুস ফেরায় এখন তারই অপেক্ষা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − three =