জলপাইগুড়ি: প্রচারে বেরিয়ে হামলার শিকার বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়৷ মালবাজারে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা হয় বলে অভিযোগ৷ জখম রূপার দেহরক্ষী৷ স্থানীয় ফাঁড়িতে অভিযোগ বিজেপি নেত্রীর৷
জানা গিয়েছে, আজ দুপুরের পর নির্বাচনী প্রচারের জন্য মালবাজারে যাওয়ার কথা ছিল রূপার৷ অভিযোগ, ওদলাবাড়ি হয়ে ক্রান্তিতে পৌঁছনোর পরই রূপার গাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী৷ ইট মেরে গাড়ি ভাঙা হয়৷ দুষ্কৃতীদের রুখতে গিয়ে জখন হন বিজেপি নেত্রীর দেহরক্ষী৷ এদিনের এই হামলার খবর ছড়িয়ে পড়তেই ক্রান্তি ফাঁড়ি ঘেরাও করে রাখান বিজেপি কর্মী-সমর্থকরা৷ পরে, সেখানে গিয়ে অভিযোগ জানান বিজেপি সাংসদ৷
এদিনের এই ঘটনা প্রসঙ্গে রূপা বলেন, ‘‘ অসভ্যতামির চূড়ান্ত, নিন্দার ভাষা নেই!! রাস্তা কি তৃণমূলের বাবার সম্পত্তি ?? জলপাইগুড়িতে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে এসে উত্তর মাঝগ্রাম দিয়ে আরেক জায়গায় যাওয়ার সময় গাড়ির কাচ ভেঙে দেওয়া হলো। রাস্তার পাশে তৃণমূলের সভা চলছিল, সেখানেই তৃণমূলের গুণ্ডা বাহিনী এই কাজ করল। আহত হয়েছেন আমার নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ। ক্রান্তি আউট পোস্টে অভিযোগ জানাতে এলাম।’’
জলপাইগুড়ির বিজেপির তরফে জানানো হয়েছে, তৃণমূলের গুণ্ডাবাহিনীই এই হামলা চালিয়েছে৷ গেরুয়া শিবিরের সব অভিযোগ উড়িয়ে দিয়েছে বাংলার শাসক দল৷