মমতাকে আক্রমণ! রাহুলের সভার অনুমতি বাতিল প্রশাসনের

শিলিগুড়ি: দু’দফায় বাংলায় প্রচারে এসে মোদি-মমতাকে এক আসনে বসিয়ে আক্রমণ করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ এবার তৃতীয় দফার নির্বাচনী প্রচারের আগেই রাহুল গান্ধীর সভার অনুমতিই দিল না জেলা প্রশাসন৷ রাহুল গান্ধীর কপ্টার নাম অনুমতি চেয়ে কংগ্রেসের তরফে আর্জি জানানো হলেও তা বাতিল করা হয়৷ আগামী ১৪ এপ্রিল শিলিগুড়ির দাগাপুরে সভা করার কথা রয়েছে কংগ্রেস সভাপতির৷

0ba8934ea5c3a971b26ae4f98d450f0c

মমতাকে আক্রমণ! রাহুলের সভার অনুমতি বাতিল প্রশাসনের

শিলিগুড়ি: দু’দফায় বাংলায় প্রচারে এসে মোদি-মমতাকে এক আসনে বসিয়ে আক্রমণ করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ এবার তৃতীয় দফার নির্বাচনী প্রচারের আগেই রাহুল গান্ধীর সভার অনুমতিই দিল না জেলা প্রশাসন৷ রাহুল গান্ধীর কপ্টার নাম অনুমতি চেয়ে কংগ্রেসের তরফে আর্জি জানানো হলেও তা বাতিল করা হয়৷

আগামী ১৪ এপ্রিল শিলিগুড়ির দাগাপুরে সভা করার কথা রয়েছে কংগ্রেস সভাপতির৷ সভার জন্য রাহুল গান্ধীর কপ্টর নামার অনুমতি চেয়ে ৭ এপ্রিল আবেদন করা হয়৷ কিন্তু, যে মাঠে কপ্টর নামানোর আর্জি জানানো হয়েছিল, তা খারিজ করে দেওয়া হয়৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিকল্প মাঠ বাছা না হলে সভা বাতিল হতে পারে খবর৷

এর আগেও রাহুল গান্ধীর সভার জন্য মালদহ চাঁচল বাসস্ট্যান্ডের কাছে সভা করার অনুমতি চাওয়া হলেও অনুমোদন দেয়নি জেলা প্রশাসন। রাজ্য প্রশাসন সূত্রে খবর, পরীক্ষার কারণে মাইক ব্যবহার নিষিদ্ধ থাকায় সভার অনুমতি বাতিল করা হয়৷ নির্বাচন কমিশনের অভিযোগ জানানো পর মৌখিক ভাবে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে সভার জন্য কমিশনের তরফে অনুমতি দেওয়া হয়৷ কমিশনের অনুমতি নিয়ে ২৩ মার্চ মালদহে সভা করেন রাহুল৷ কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, যেভাবে রাহুল গান্ধী বাংলায় এসে মমতাকে আক্রমণ করছেন, সেই কারণে তাঁদের সভার অনুমতি পেতে সমস্যা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *