কলকাতা: ভোটের শুরুতেই বেলাগাম বাংলার তিন কেন্দ্র৷ কোথায় চলল বোমা৷ কোথায় আবার গুলি৷ কোথায় আবার বুথ দখলের চেষ্টা৷ ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই বিক্ষপ্ত অশান্তি৷
মুর্শিদাবাদের ডোমকলে কাউন্সিলরের স্বামীকে লক্ষ্য করে বোমা। ভোটগ্রহণ শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যেই অশান্তি ডোমকলে। বুথের ৩০০ মিটারের মধ্যেই ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী তুজাম্মেল আনসারিকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। মারধর করা হয় তৃণমূল কাউন্সিলরকেও। তৃণমূল কর্মীদের বাঁশ, লাঠি নিয়ে হামলার অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁরা হাসপাতালে ভর্তি।
সিপিএম, কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিরোধীরা। আহত তৃণমূল কাউন্সিলরের স্বামী তুজাম্মেল আনসারির অবস্থা আশঙ্কাজনক। কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে তাঁকে। ডোমকলের ২২ নং বুথে পৌঁছে গিয়েছে মহকুমা আরক্ষা আধিকারিক৷ তৃণমূল কাউন্সিলরের স্বামীর ওপর হামলার ঘটনায় জেলাপ্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন।
গঙ্গারামপুরে দুটি বুথে বহিরাগতদের দাপাদাপি। ৬১ ও ৬২ নম্বর বুথে বিজেপি এজেন্টকে হুমকি দেওয়ার অভিযোগ। বিরোধী এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। অন্যদিকে, ৫৪ নম্বর বুথে বাহিনীর সামনেই বিজেপিকে এজেন্টকে মারধরের অভিযোগ।আজ তৃতীয় দফার ভোটগ্রহণ। মুর্শিদাবাদের কুমরিপুরে ১০৫ নং বুথের বাইরে কংগ্রেসের পোলিং এজেন্টকে লক্ষ্য করে গুলি৷ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ রতুয়ার বাহারালে বুথে বহিরাগতদের আনাগোনা৷ একজনের ভোট অন্যের দেওয়ার অভিযোগ৷ সরানো হল রতুয়ার প্রিসাইডিং অফিসারকে৷ মালদহের কালিয়াচকের ২টি বুথে কংগ্রেস কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি৷ আহত ৩৷ অভিযুক্ত তৃণমূল৷
রাজ্যে তৃতীয় দফায় বাংলার পাঁচ আসনে ভোট৷ উত্তর ও দক্ষিণ মালদহ, বালুরঘাট, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর আজ নির্বাচন৷ তৃতীয় দফা নির্বাচনে রাজ্যে মোতায়েন ৩২৪ কোম্পানি আধা সেনা৷ গড়ে ৯২ শতাংশ বুথে আধা সেনা রয়েছে৷ নদিয়ায় ১০, মুর্শিদাবাদে ১৪০, মালদহে ১০৬, উত্তর দিনাজপুরে ৮, দক্ষিণ দিনাজপুরে ৫০ কোম্পানি আধা সেনা মোতায়েন রয়েছে৷