মধ্যরাতে মুকুলের বাড়িতে শোভন-বৈশাখী বৈঠক, অবশেষে কাটল জট

নয়াদিল্লি: শোভন-বৈশাখী মান-অভিমান ভাঙালেন বিজেপি নেতা মুকুল রায়৷ সোমবার মধ্যরাত পর্যন্ত শোভন-বৈশাখীর সঙ্গে নিজের বাসভবনে দীর্ঘক্ষণ বৈঠক করেন মুকুল রায়৷ প্রায় সাড়ে ৩ ঘণ্টার ওই বৈঠকে শোভন-বৈশাখী ক্ষোভ-বিক্ষোভের কথা শোনেন মুকুল৷ সেখানেই তাঁদেরকে বুঝিয়ে ফের দলে থেকে যাওয়ার বিষয়ে আশ্বস্ত করেন তিনি৷ মুকুলের আশ্বাস পেয়ে বিজেপিতে থেকে যাওয়ার বার্তা দেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়

মধ্যরাতে মুকুলের বাড়িতে শোভন-বৈশাখী বৈঠক, অবশেষে কাটল জট

নয়াদিল্লি: শোভন-বৈশাখী মান-অভিমান ভাঙালেন বিজেপি নেতা মুকুল রায়৷ সোমবার মধ্যরাত পর্যন্ত শোভন-বৈশাখীর সঙ্গে নিজের বাসভবনে দীর্ঘক্ষণ বৈঠক করেন মুকুল রায়৷ প্রায় সাড়ে ৩ ঘণ্টার ওই বৈঠকে শোভন-বৈশাখী ক্ষোভ-বিক্ষোভের কথা শোনেন মুকুল৷ সেখানেই তাঁদেরকে বুঝিয়ে ফের দলে থেকে যাওয়ার বিষয়ে আশ্বস্ত করেন তিনি৷

মুকুলের আশ্বাস পেয়ে বিজেপিতে থেকে যাওয়ার বার্তা দেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ সংবাদমাধ্যমে শোভন-বৈশাখী জানিয়েছেন, দিল্লিতে তাঁরা মুকুলের বাড়িতে গিয়েছিলেন৷ সেখানে খাওয়া-দাওয়া হয়েছে৷ হয়েছে রাজনৈতিক আলাপ আলোচনা৷ মুকুল রায় জানিয়েছেন, তাঁদের ক্ষোভ-বিক্ষোভের কথা তিনি শুনেছেন৷ রাজনৈতিক ভবিষ্য নিয়েও হয়েছে বিস্তর আলোচনা৷ মুকুলের বাড়িতে শোভন-বৈশাখী বৈঠকে আপাতত দু’জনের ক্ষোভ-বিক্ষোভ মেটানো গিয়েছে বলেই বিজেপি সূত্রে খবর৷

গত সপ্তাহেই সংবাদমাধ্যমে রাজ্যের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন শোভন-বৈশাখী৷ সংবাদমাধ্যমে তিনি জানিয়েছিলেন, তাঁদের নিয়ে মিথ্যাচার করা হচ্ছে৷ অসম্মান করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন বৈশাখীদেবী৷ এই নিয়ে শুরু হয় তুমুল চাপানউতোর৷ শোভন-বৈশাখী দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করতেই বিজেপির অন্দরেও শুরু হয়ে যায় বিতর্ক৷ এবার মুকুল রায়ের বাড়িতে সাড়ে ৩ ঘণ্টার বৈঠকে সেই জট কাটল বলে মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *