এক নজরে রাজ্য ভিত্তিক জনমত সমীক্ষার ফলাফল

নয়াদিল্লি: শেষ হল জাতীয় নির্বাচন৷ চলছে জনমত সমীক্ষার পালা৷ প্রকাশিত হয়েছে বিভিন্ন সংস্থার জনমত সমীক্ষা৷ জনমত সমীক্ষার ফলাফল মোটিমোটি স্পষ্ট করে দিয়ে, কার দখলে থাকবে দিল্লি? এবার এনজরে দেখে নিন ইন্ডিয়া টুডে ও অ্যাক্সিস এক্সিট পোলের রাজ্য ভিত্তিক ফলাফল৷ পশ্চিমবঙ্গ থেকে বিজেপি পেতে পারে ১৯ থেকে ২৩টি আসন৷ তৃণমূলের আসন কমে দাঁড়াতে পারে ২২ থেকে

এক নজরে রাজ্য ভিত্তিক জনমত সমীক্ষার ফলাফল

নয়াদিল্লি: শেষ হল জাতীয় নির্বাচন৷ চলছে জনমত সমীক্ষার পালা৷ প্রকাশিত হয়েছে বিভিন্ন সংস্থার জনমত সমীক্ষা৷ জনমত সমীক্ষার ফলাফল মোটিমোটি স্পষ্ট করে দিয়ে, কার দখলে থাকবে দিল্লি? এবার এনজরে দেখে নিন ইন্ডিয়া টুডে ও অ্যাক্সিস এক্সিট পোলের রাজ্য ভিত্তিক ফলাফল৷

পশ্চিমবঙ্গ থেকে বিজেপি পেতে পারে ১৯ থেকে ২৩টি আসন৷ তৃণমূলের আসন কমে দাঁড়াতে পারে ২২ থেকে ১৯টি আসন৷ কংগ্রেস পেতে পারে একটি আসন৷ বামেদের কোনও আসন দেওয়া হয়নি৷

অন্ধ্র প্রদেশে জগনের ওয়াইআরএস কংগ্রেস পেতে চলেছে ১৮ থেকে ২০টি আসন৷ চন্দ্রবাবুর আসন কমে যেতে পারে চার থেকে ছ’টি আসনের মধ্যে৷

তামিলনাড়ুতে ৩৮টি আসনের মধ্যে ডিএমকে-কংগ্রেস পেতে পারে ৩৪ থেকে ৩৮টি আসন৷ এআইডিএমকে পেতে পারে সর্বোচ্চ ৪টি আসন৷ বিজেপি-সহ অন্যান্যদের খাতা খোলার সম্ভাবনা কম৷

কর্নাটকে অবশ্য ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে বিজেপির৷ সেখানে বিজেপি জোট পেতে পারে ২১ থেকে ২৫টি আসন৷ কংগ্রেস-জেডিএস জোট পেতে পারে মাত্র ৩ থেকে ৬টি আসন৷ অন্যান্যরা পেতে পারে মাত্র একটি আসন৷

কেরলে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট পেতে পারে ১৫ থেকে ১৬টি আসন৷ বামেদের এলডিএফ জোট পেতে পারে ৩ থেকে ৫টি আসন৷ আর বিজেপি পেতে পারে মাত্র একটি আসন৷

তেলেঙ্গানায় টিআরএস পেতে পারে ১০ থেকে ১২টি আসন৷ বিজেপি পেতে পারে সর্বোচ্চ ৩টি আসন৷  এআইএমআইএম পেতে পারে একটি আসন৷ কংগ্রেস পারে এক থেকে ৩টি আসন৷

আন্দামান নিকোবর আসনটি পেতে পারে বিজেপি৷

মহারাষ্ট্রে ৩৮ থেকে ৪২টি আসন পেতে পারে বিজেপি৷ কংগ্রেস-এনসিপি জোট পেতে পারে মাত্র ৬ থেকে ১০টি আসন৷

গুজরাটে ২৫ থেকে ২৬টি আসন পেতে পারে বিজেপি৷ মাত্র একটি আসন পেতে পারে কংগ্রেস৷ কংগ্রেসের খাতাও না খুলতে পারে৷

গোয়াতে দু’টি আসনই পেতে পারে বিজেপি৷

মধ্যপ্রদেশে ফের বিজেপি ঝড় ওঠার সম্ভাবনা৷ সেখানে ২৬ থেকে ২৮টি আসন পেতে পারে বিজেপি৷ কংগ্রেস জোট পেতে পারে সর্বোচ্চ ৩টি আসন৷

ছত্রিশগড়ে ১১টি আসনের মধ্যে ৭ থেকে ৮টি আসন পেতে পারে বিজেপি৷ কংগ্রেস পেতে পারে ৩ থেকে ৪টি আসন৷

দিল্লিতে ৭টি আসনের মধ্যে বিজেপি জোট ৬ থেকে ৭টি আসন পেতে পারে৷ কংগ্রেস কোনওক্রমে পেতে পারে একটি আসন৷ আপের খাতা খোলার সম্ভাবনা কম৷

পঞ্জাবে কংগ্রেস পেতে পারে ৮ থেকে ৯টি আসন৷ বিজেপি জোট পেতে পারে ৩ থেকে ৫টি আসন৷ আপ পেতে পারে একটি আসন৷

চণ্ডীগড় আসনটিও জিততে পারে বিজেপি৷

হরিয়ানায় বিজেপি পেতে পারে ৮ থেকে ১০টি আসন৷ কংগ্রেস পেতে পারে ২টি আসন৷

হিমাচলেও ৪টি আসনেই জিততে পারে বিজেপি৷ কংগ্রেসের খাতা খোলার সম্ভাবনা কম৷

উত্তরাখণ্ডেও ৫টি আসনেই জিততে পারে বিজেপি৷

জম্মু-কাশ্মীরে বিজেপি পেতে পারে ৩টি আসন৷ কংগ্রেস পেতে পারে ১টি৷ অন্যান্যরা পেতে পারে ২ থেকে ৩টি আসন৷

তবে, বাস্তবের ফলাফল পাওয়া যাবে ২৩ মে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 1 =