প্রতিবাদীদের ভিড়েই বিধানসভার অঙ্ক! হিসেব কঠিন আবার সোজাও, উত্তর মেলাবে জনগণ

West Bengal Assembly Election 2026 আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য তথা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কিছুতেই মানুষের ক্ষোভের আগুন…

West Bengal Assembly Election 2026 West Bengal Assembly Election 2026 impact of protests and opposition strategy

West Bengal Assembly Election 2026

আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য তথা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কিছুতেই মানুষের ক্ষোভের আগুন নিভছে না। মহিলাদের ‘রাত দখল’ কর্মসূচিতে যে নজিরবিহীন ভিড় দেখা গিয়েছে তা দেখে শাসক তৃণমূলের হৃদকম্প হতে বাধ্য। শুধু কলকাতা বা বাংলা নয়, দেশের বহু রাজ্যের পাশাপাশি বিদেশেও এই আন্দোলনের ঢেউ পৌঁছে গিয়েছে। সেই সূত্রেই জল্পনা শুরু হয়েছে, তবে কি আরজিকর কাণ্ডের জেরে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পতন নিশ্চিত হয়ে গেল? এর উত্তর খোঁজার চেষ্টা শুরু করে দিয়েছে রাজনৈতিক মহল। (West Bengal Assembly Election 2026)

West Bengal Assembly Election 2026 impact of protests and opposition strategy

চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল বাংলায় অভূতপূর্ব সাফল্য পেয়েছে। ২৯টি আসনে জেতা তৃণমূল মোট ভোট পেয়েছে প্রায় ২ কোটি ৭৫ লক্ষ। অন্যদিকে ১২টি আসনে জেতা বিজেপি ভোট পেয়েছে ২ কোটি ৩৩ লক্ষ। সেখানে বামেদের ঝুলি শূন্য থাকলেও কংগ্রেস একটি আসনে জয় পেয়েছে। এই দুটি দল এক সঙ্গে লড়েছিল। তাদের মিলিত ভোট প্রায় ৬৩ লক্ষ। এছাড়া আইএসএফ, নির্দল এবং অন্যান্য ছোট দলগুলি মিলিয়ে মোট ভোটের সংখ্যা প্রায় ২১ লক্ষ। ‘নোটা’য় ভোট পড়েছে পাঁচ লক্ষের কিছু বেশি। অর্থাৎ পরিসংখ্যান বলছে তৃণমূল ২ কোটি ৭৫ লক্ষ ভোট পেলেও তাদের বিরুদ্ধে থাকা ভোটের সংখ্যাটি হচ্ছে ৩ কোটি ১৭ লক্ষ।

West Bengal politics

এখানে ‘নোটা’র হিসেব কিন্তু ধরা হয়নি। অর্থাৎ ‘নিউমেরিক্যাল সুপ্রিমেসি’ অনুযায়ী রাজ্যে তৃণমূলের বিরোধীর সংখ্যাই বেশি। তাই রাজপথে যেভাবে লক্ষ লক্ষ মানুষ পথে নেমেছেন, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন, তাতে এটা মনে করার কারণ নেই রাজ্যের সিংহভাগ মানুষ রাতারাতি তৃণমূলের বিরোধী হয়ে গিয়েছেন। আসলে যেভাবে চতুর্দিকে তৃণমূলের সমালোচনায় মুখর হয়েছেন রাজ্যবাসী, তাঁদের বড় অংশ কিন্তু এই লোকসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধেই ভোট দিয়েছেন। যেহেতু সেই সংখ্যাটা বিরাট তাই মনে হচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল হয়ত হেরে যাবে।

West Bengal Assembly Election

প্রধান বিরোধী দল বিজেপি চাইছে তৃণমূলের পাশাপাশি বাম- কংগ্রেসের থেকে উল্লেখযোগ্য হলে ভোট শতাংশ নিজেদের দিকে টেনে আনতে। তাহলে বিধানসভা নির্বাচনে খেলাটা পুরো ঘুরে যাবে বলে বিজেপি মনে করছে। বিজেপি যেটা ভাবছে সেটা কিন্তু অসম্ভব নয়। কারণ তৃণমূলের ভোট শতাংশ নতুন করে আগের চেয়ে বাড়েনি। সেদিক দিয়ে বিচার করলে বাম-কংগ্রেসের ভোট শতাংশ কিছুটা কমে তা যদি বিজেপির দিকে আসে, এবং তৃণমূলের ভোটব্যাঙ্কে যদি সামান্য হলেও থাবা বসাতে পারে গেরুয়া শিবির, তাহলেই তৃণমূলের পতন হতে পারে।

RG Kar Incident

অন্যদিকে তৃণমূলের ভোট শতাংশ কমলেও তারা বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আগামী বিধানসভা নির্বাচনে আবার জিততে পারে। কীভাবে সম্ভব সেটা? সেটা তখনই সম্ভব যখন তৃণমূলের ভোট কমলেও তাদের বিরোধী ভোট যদি মোটামুটি সমানভাবে বাম-কংগ্রেস শিবির ও বিজেপির মধ্যে ভাগ হয়ে যায়, তাহলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসবে। তাই আরজিকর কাণ্ডের জেরে যেভাবে পথে নেমে বামেরা আন্দোলন করছে তাতে পরোক্ষে তৃণমূলের লাভ হতে পারে।

Opposition strategy in West Bengal

কারণ বামেদের ভোট বাড়া মানেই তৃণমূলের লাভ। তাই এটা বলতেই হচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের অঙ্কটা বেশ কঠিন, আবার সেটা খুব সোজাও। কারণ বিরোধী ভোট বিভাজিত না হলে তৃণমূলের পতন কার্যত সুনিশ্চিত হয়ে যেতে পারে। তাই এই অঙ্কের উত্তর মেলানোর ভূমিকায় রয়েছেন, অর্থাৎ পরীক্ষকের ভূমিকায় রয়েছেন জনতা জনার্দন। যথারীতি তাঁরাই শেষ কথা বলবেন।

আরও পড়ুন-

সিবিআই: একাধিক তদন্ত নিয়ে রাজ্যের রিপোর্ট কার্ড কী বলছে?

বাংলায় কিছু ঘটলেই অন্য রাজ্যের প্রসঙ্গ টানা, এই প্রবণতা বন্ধ হবে না?

সত্যিই ‘সেটিং’! এত বড় ঘটনার পরেও ‘চুপ’ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব?

আরজি কর-কাণ্ড: আদৌ কি কোনও প্রভাব ফেলবে বিধানসভা নির্বাচনে?

আরজিকর কাণ্ডে সিবিআইতে আপত্তি নেই মমতার, কিন্তু অন্য ক্ষেত্রে আপত্তি থাকে কেন?

আর জি করে-কাণ্ডে মাঝ রাতেই আটক এক, কে সে? জিজ্ঞাসাবাদ আরও ২৫ জনকে

Politics: Will the outrage over the RG Kar Hospital incident influence the 2026 West Bengal assembly elections? As protests surge, opposition parties hope to capitalize, but can they unseat Trinamool, or will divided votes lead to another TMC victory?