কলকাতা: ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন রাজীব কুমার৷ মামলার শুনানি হওয়ার আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতির মন্তব্যে চূড়ান্ত বিপাকে রাজীব কুমার৷ আগামী জামিনের আর্জি জানিয়ে জরুরি ভিত্তিতে মামলার শুনানি দাবি জানান রাজীব কুমারের আইনজীবী৷ তাতেই উষ্মা প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি৷
আদালত সূত্রের খবর, জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদন জমা হতেই এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি সরাসরি রাজীব কুমারের আইনজীবীকে সাফ জানিয়ে দেন, ‘‘এত তাড়াহুড় প্রয়োজন কেন? সেই রকম হলে মক্কেলকে আত্মসমর্পণ করতে বলুন৷ রাজীবের আইনজীবিকে এমনই পরামর্শ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতির সুভাসিশ দাসগুপ্ত৷
আগামিকাল দুপুরে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে৷ কিন্তু, মামলার শুনানির আগে হাইকোর্টে ধাক্কা রাজীব কুমারের৷ আগাম জামিনের মামলার শুনানির আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি কড়া অবস্থান ঘিরে তুঙ্গে জল্পনা৷
বারাসত ও আলিপুর আদালতে ধাক্কা খাওয়ার পর হাইকোর্টের দ্বারস্থ হন ‘ছুটিতে’ থাকা রাজীব কুমার৷ আদালত সূত্রে খবর, হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান তাঁর স্ত্রী৷ ওকালতনামায় সইও করেন রাজীব৷ বিচারপতি সহিদুল্লা মুন্সির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের প্রস্তুতি দেওয়ার হয়৷ এর আগে রাজীব কুমারের উপর দেওয়া কলকাতা হাইকোর্টের গ্রেপ্তারির রক্ষাকবচ প্রত্যাহার করে নেওয়া হয়৷ সুপ্রিম কোর্ট-হাইকোর্ট, নিম্ন আদালতের একের পর এক ধাক্কা খাওয়ার পর ফের কলকাতা হাইকোর্টে যাচ্ছেন রাজীব কুমার৷