আশুতোষ এখন অতীত! বাংলার ‘বাঘ’ মমতাই, ঘোষণা মুখ্যমন্ত্রী

খড়গপুর: মমতার নির্বাচনী সভায় দাঁড়িয়ে ভাঙা বাংলায় ভাষণ দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। খড়গপুরে তৃণমূলের জনসভা থেকে নায়ডুর মন্তব্য, লোকসভা ভোটে বাংলার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মোদিকে শায়েস্তা করেছেন মমতাই। মমতা বাংলার বাঘ। বৃহস্পতিবার দুপুরে খড়্গপুরে মানস ভুঁইয়ার সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর বক্তৃতা যখন শেষ পর্যায়ে, তখন মঞ্চে আসেন তেলুগু দেশম পার্টির সভাপতি।

54ac280cd80b399f4f98ef0b0f65f398

আশুতোষ এখন অতীত! বাংলার ‘বাঘ’ মমতাই, ঘোষণা মুখ্যমন্ত্রী

খড়গপুর: মমতার নির্বাচনী সভায় দাঁড়িয়ে ভাঙা বাংলায় ভাষণ দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। খড়গপুরে তৃণমূলের জনসভা থেকে নায়ডুর মন্তব্য, লোকসভা ভোটে বাংলার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মোদিকে শায়েস্তা করেছেন মমতাই। মমতা বাংলার বাঘ।

বৃহস্পতিবার দুপুরে খড়্গপুরে মানস ভুঁইয়ার সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর বক্তৃতা যখন শেষ পর্যায়ে, তখন মঞ্চে আসেন তেলুগু দেশম পার্টির সভাপতি। দিদির বক্তৃতা শেষে মাইক ধরেন বাবু। শুরুতে কিছুটা বাংলায় বলার চেষ্টা করেন একদা এনডিএর শরিক। বলেন, “দিদি বাংলার বাঘ। মোদীকে শায়েস্তা করে দিয়েছেন।’’

চন্দ্রবাবুর এই বক্তৃতা শুনে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি৷ গেরুয়া শিবিরের মন্তব্য, ‘‘এত দিন বাংলার মানুষ স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে বাংলার বাঘ বলে জানতেন। সামনের বার থেকে হয়তো শিশু শ্রেণিতে সাধারণ জ্ঞানে এটাই পড়ানো হবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *