আসানসোলে সাম্প্রদায়িক সংঘর্ষ, গ্রেপ্তার বহু

আসানসোল: রামনবমীর মিছিলে আসানসোলে সাম্প্রদায়িক সংঘর্ষের দায়ে মঙ্গলবার ১০ জনকে গ্রেপ্তার করল পুলিশ। সংবাদসংস্থা আইএএনএস’কে দুর্গাপুরের পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মীনা জানান, আসানসোলের বরাকর স্টেশন রোডে এই সংঘর্ষের জেরে পুলিশের দুটি গাড়িতে ভাঙচুর চালানো হয়৷ তারপর সেগুলিকে জ্বালিয়ে দেওয়া হয়৷ তিনি যদিও পরে জানান, এই মুহূর্তে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে৷ পরিস্থিতি এখন শান্তিপূর্ণ৷ লক্ষ্মীনারায়ণ মীনা বলেন,

আসানসোলে সাম্প্রদায়িক সংঘর্ষ, গ্রেপ্তার বহু

আসানসোল: রামনবমীর মিছিলে আসানসোলে সাম্প্রদায়িক সংঘর্ষের দায়ে মঙ্গলবার ১০ জনকে গ্রেপ্তার করল পুলিশ। সংবাদসংস্থা আইএএনএস’কে দুর্গাপুরের পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মীনা জানান, আসানসোলের বরাকর স্টেশন রোডে এই সংঘর্ষের জেরে পুলিশের দুটি গাড়িতে ভাঙচুর চালানো হয়৷  তারপর সেগুলিকে জ্বালিয়ে দেওয়া হয়৷

তিনি যদিও পরে জানান, এই মুহূর্তে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে৷ পরিস্থিতি এখন শান্তিপূর্ণ৷ লক্ষ্মীনারায়ণ মীনা বলেন, “সোমবার রামনবমীর মিছিল নিয়ে প্রভূত অশান্তির সৃষ্টি হয় গোটা এলাকায়। পুলিশের দুটি গাড়িকে ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়৷ আমরা ১০ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছি৷’’লক্ষ্মীনারায়ণ মীনা জানান, তারা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি৷

আসানসোলে সাম্প্রদায়িক সংঘর্ষ, গ্রেপ্তার বহুসোমবার সন্ধ্যায় আসানসোলের বরাকর এলাকায় পাথর ছোঁড়া হয় পুলিশের গাড়ি লক্ষ্য করে। বিক্ষোভকারীদের দাবি, তাঁদের রামনবমী মিছিলে পাথর ছুঁড়ে দুষ্কৃতীরা৷ বরাকর স্টেশন রোডে সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দার সংখ্যা বেশি৷ প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত একটি মিছিল বরাকর স্টেশন রোডের দিকে যাচ্ছিল৷ ধর্মীয় সঙ্গীত ও ডিজে বাজিয়ে৷ সূত্র মারফৎ জানা গিয়েছে, ওই সময় এলাকার কয়েকজন সংখ্যালঘু বাসিন্দারা এত তীব্র শব্দের জন্য প্রতিবাদ জানান৷ অভিযোগ, তারপরই একে অপরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন দুই সম্প্রদায়ের মানুষ৷ শুরু হয় পাথরবৃষ্টি৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উভয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায়৷ বেগতিক দেখে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ৷ সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ প্রশাসনের তরফে জানানো হয়, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এসেছে। তবে, কার বা কাদের উসকানিতে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − thirteen =