বাবুলের আচরণে ফুঁসছে আসানসোল, ক্ষোভ তৃণমূলেও

আসানসোল: প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হওয়ার জবাব চাইলেই কপালে জুটছে তৃণমূলী গুন্ডা অথবা দালালের তকমা। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছেন আসানসোলের বিদায়ী সংসদ সদস্য বাবুল সুপ্রিয়। এমনটাই অভিযোগ শহরের বাসিন্দাদের। বাবুল সুপ্রিয়র এহেন আচরণে রীতিমতো ক্ষুব্ধ শহরবাসী। দীর্ঘদিন পর হাতের কাছের পেয়ে কাজরা এলাকার এক মাঝ বয়সি ব্যক্তি প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন এখনও এই এলাকায় পানীয়

বাবুলের আচরণে ফুঁসছে আসানসোল, ক্ষোভ তৃণমূলেও

আসানসোল: প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হওয়ার জবাব চাইলেই কপালে জুটছে তৃণমূলী গুন্ডা অথবা দালালের তকমা। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছেন আসানসোলের বিদায়ী সংসদ সদস্য বাবুল সুপ্রিয়। এমনটাই অভিযোগ শহরের বাসিন্দাদের। বাবুল সুপ্রিয়র এহেন আচরণে রীতিমতো ক্ষুব্ধ শহরবাসী।

দীর্ঘদিন পর হাতের কাছের পেয়ে কাজরা এলাকার এক মাঝ বয়সি ব্যক্তি প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন এখনও এই এলাকায় পানীয় জলের সমস্যা মিটল না কেন? ওই ব্যক্তি হুডখোলা গাড়ির সামনে এগিয়ে এসে একটু ঝাঁঝালো সুরে জবাব চাইতেই, শোরগোল শুরু হয়ে গেল। এরপরেই বিদায়ী সংসদ সদস্য বলে উঠলেন, এভাবে চিৎকার করলে আমি আপনার প্রশ্নের উত্তর দেব না। এতো দেখছি তৃণমূলের দালালের মতো আচরণ করছেন।

আবার অণ্ডালেরই অন্য একটি গ্রামে এক যুবক প্রশ্ন করলেন, আপনি তৃণমূলকে কয়লা চোর, বালি চোর বলছেন অথচ রাফাল নিয়ে কিছু বলছেন না তো? এরপরেই সংসদ সদস্যকে বলতে শোনা যায়, তৃণমূলের গুন্ডা এখানে কীভাবে এল? ওঁকে ছুড়ে ফেলে দাও। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে জামুড়িয়ার শ্রীপুরেও। সেখানেও কয়েকজন তৃণমূল সমর্থক বিতর্কিত গান বন্ধ করতে বললে তাঁদেরকেও তিনি তৃণমূলী গুন্ডা বলতে থাকেন। একজন কেন্দ্রীয় মন্ত্রীর মুখ থেকে দালাল, গুন্ডা জাতীয় শব্দ শুনে চটেছে শিল্পাঞ্চল। এমনকি বিজেপির শরিক দল শিবসেনার প্রার্থী অভিষেক সিংও এই আচরণের তীব্র নিন্দা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *