হাওড়া: নির্বাচনের খরচ ঠিকমতো দাখিল না করায় উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তিন প্রার্থীকে নোটিস দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার তাঁদের নোটিসের কপি ধরানো হয়েছে। এই তিন প্রার্থী হলেন বিজেপির জয় বন্দ্যোপাধ্যায়, এসইউসির মিনতি সরকার এবং নির্দল প্রার্থী আলিমুদ্দিন নাজির।
তাঁদের ব্যাঙ্কের লেনদেনের সঙ্গে খরচের কোনও সামঞ্জস্য নেই। কমিশন ওই নোটিসে বলেছে, তাঁরা নির্বাচনে যে খরচ করেছেন, তার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনের কোনও মিল পাওয়া যাচ্ছে না। নির্বাচনী হিসেব পরীক্ষার সময় এই গরমিল পাওয়া গিয়েছে। নির্বাচনের ফল ঘোষণার ২৬ দিনের মধ্যে তাঁদের এই হিসেব জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, নির্বাচনে এক্সপেনডিচার অবজার্ভার প্রতিটি প্রার্থীর খরচের হিসেব পরীক্ষা করে দেখেন। সেইমতো এই তিন প্রার্থীর খরচের হিসেবে বেশ কিছু গরমিল পাওয়া গিয়েছে। সেই জন্যই তাঁদের নোটিস দেওয়া হয়েছে। তাঁরা সন্তোষজনক জবাব দিতে না পারলে এক্সপেনডিচার অবজার্ভার তা কমিশনকে জানাবেন। কমিশন এব্যাপারে সিদ্ধান্ত নেবে।