বসিরহাট: সন্দেশখালি-কাণ্ডের ৮ দিন পর চার জনকে গ্রেপ্তার করল পুলিশ৷ সন্দেশখালি-কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন চার তৃণমূল নেতা৷ মূল অভিযুক্ত তৃণমূল নেতা আখের আলি-সহ ধৃত ৪ তৃণমূল নেতাকে আজ আদালতে তোলা হবে৷ বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল খুনে মূল অভিযুক্ত ছিলেন আখের আলি৷ এই ঘটনায় এটাই প্রথম গ্রেপ্তারি বলে খবর৷
সন্দেশখালি কাণ্ডে বসিরহাটের ন্যাজাট থানায় আগেই দু’টি এফআইআর ও একটি লিখিত অভিযোগ দায়ের হয়৷ তৃণমূল কর্মী কায়ুম আলির পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রথম এফআইআর দায়ের করা হয়৷ দ্বিতীয় অভিযোগ দায়ের হয় বিজেপি কর্মী প্রদীপ মণ্ডলের স্ত্রীর বয়ানের ভিত্তিতে৷
সম্প্রতি, বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় বসিরহাটের ন্যাজাট৷ খুন হন দুই বিজেপি কর্মী৷ নিখোঁজ বেশ কয়েকজন৷ তৃণমূলের এক নেতারও মৃত্যু হয়৷ এই নিয়েও কেন্দ্র-রাজ্যের সংঘাত চড়তে থাকে৷