যুব মোর্চার মিছিল ঘিরে ধুন্ধুমার, কড়া পদক্ষেপ অমিত শাহের

কলকাতা: বিজেপির যুব মোর্চার পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ার ঘটনায় এবার চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সূত্রের খবর, চাঁদনিচককাণ্ডের ঘটনার টিভির পর্দায় দেখে বাংলার এক পদস্থ আধিকারিককে ফোন করেছে তিনি৷ ফোনে গোটা ঘটনার কথা জানতে চান তিনি৷ আজ দিল্লিতে বাংলা নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন অমিত শাহ৷ সেই বৈঠকের মাঝে চাঁদনিচকে

যুব মোর্চার মিছিল ঘিরে ধুন্ধুমার, কড়া পদক্ষেপ অমিত শাহের

কলকাতা: বিজেপির যুব মোর্চার পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ার ঘটনায় এবার চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সূত্রের খবর, চাঁদনিচককাণ্ডের ঘটনার টিভির পর্দায় দেখে বাংলার এক পদস্থ আধিকারিককে ফোন করেছে তিনি৷ ফোনে গোটা ঘটনার কথা জানতে চান তিনি৷

আজ দিল্লিতে বাংলা নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন অমিত শাহ৷ সেই বৈঠকের মাঝে চাঁদনিচকে পুলিশের লাঠিচার্জের ঘটনার কথা জানা মাত্রই টিভির পর্দায় চোখ রাখেন অমিত শাহ৷ বৈঠক থামিয়ে যুব মোর্চার মিছিলে পুলিশি বাধা দেওয়ার ঘটনা পর্যবেক্ষণ করেন৷ এর পরেই ফোন হাতে নিয়ে রাজ্যের এক পদস্থ আধিকারিককে ফোন করেন তিনি৷ চাঁদনিচকের গোটা ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে চান বলে বৈঠক শেষে এমনকি দাবি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷

অন্যদিকে, আজ গুরুত্বপূর্ণ বৈঠকে মুকুল-দিলীপকে ডেকে বাংলার নির্বাচনী পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি৷ সাংগঠনিক রিপোর্ট নিয়ে আলোচনা করেন৷ এছাড়া দলের সাংগঠনিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 8 =