অর্জুনের কেরামতি, মদন মিত্রের এখন ‘বাপি বাড়ি যা’ দশা

আজ বিকেল: ফেসবুক লাইভ তারকা প্রার্থী তবুও মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাজিক কাজ করল না ভাটপাড়ায়। বিধানসভার উপনির্বাচনে প্রতিবেশী অর্জুন সিংহকেই ভরসা করল ভাটপাড়ার বাসিন্দারা। গো-হারা হারলেন মদন মিত্র।এই হারের মধ্যে দিয়ে প্রায় নিশ্চিত হয়ে গেল মদন মিত্রের রাজনৈতিক ভাগ্য ও আগামী। তিনি পবন সিংয়ের কাছে পরাজিত হলেন ৩৬ হাজারেরও বেশি ভোটে। কার্যত অর্জুন সিংয়ের কাছেই হার মানতে

80b5513fa5db229097d634ccb2671bba

অর্জুনের কেরামতি, মদন মিত্রের এখন ‘বাপি বাড়ি যা’ দশা

আজ বিকেল: ফেসবুক লাইভ তারকা প্রার্থী তবুও মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাজিক কাজ করল না ভাটপাড়ায়। বিধানসভার উপনির্বাচনে প্রতিবেশী অর্জুন সিংহকেই ভরসা করল ভাটপাড়ার বাসিন্দারা। গো-হারা হারলেন মদন মিত্র।এই হারের মধ্যে দিয়ে প্রায় নিশ্চিত হয়ে গেল মদন মিত্রের রাজনৈতিক ভাগ্য ও আগামী। তিনি পবন সিংয়ের কাছে পরাজিত হলেন ৩৬ হাজারেরও বেশি ভোটে। কার্যত অর্জুন সিংয়ের কাছেই হার মানতে হল হেভিওয়েট মদন মিত্রকে।

অর্জুনকে বেগ দিতে কত কীই না ফন্দি এঁটেছিলেন দিদি, সময়ে তার কোনওটাই কাজে এল না। এমনিতেই বারাকপুর কেন্দ্র হারাতে চলেছে তৃণমূল কংগ্রেস তারউপরে প্রায় বিষফোঁড়ার শামিস পবন সিংয়ের জয়। ভাটপাড়া অর্জুনের খাসতালুক। তাঁর খাসতালুকে তিনি মদন মিত্রকে কোনও জমিই দিলেন না। ফলে কামারহাটির পর মদন মিত্র ফের একবার হারলেন ভাটপাড়ায়। তাঁর রাজনৈতিক পুনরুত্থান ধাক্কা খেল।

লোকসভা ভোটের আগে ভাটপাড়া কেন্দ্রের তৃণমূল বিধায়ক অর্জুন সিং দলবদল করে যোগ দেন বিজেপিতে। তাঁকেই প্রার্থী করে বিজেপি। বারাকপুর কেন্দ্র থেকে তিনি বিজেপির প্রার্থী হওয়ায় ভাটপাড়া কেন্দ্রের উপনির্বাচন। এই উপনির্বাচনে বিজেপির প্রার্থী হন অর্জুন-পুত্র পবন সিং। তাঁর বিরুদ্ধে মদন মিত্রকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। কামারহাটির পর এবারেও হার, বলতে গেলে রাজনীতির দুনিয়ায় দুধের শিশু পবন, তাঁর কাছেই হেরে গেলেন তৃণমূলের মহামহিম নেতা মদন মিত্র, একেই বোধহয় রাহুর দশা বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *