নিজের হাতে লিখে মমতাকে চিঠি অর্জুনের

কলকাতা : ভাটপাড়ার রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি৷ গাড়ি থেকে নেমে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মমতার৷ মমতার এহেন ভিডিও ভাইরাল হতেই পাল্টা দেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং৷ মুখ্যমন্ত্রীকে ‘জয় শ্রীরাম’ লেখা ১০ লক্ষ পোস্টকার্ড পাঠানোর কথা জানান৷ তারই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিলেন বিজেপির এই সাংসদ৷ তৃণমূল ছেড়ে বিজেপির টিকিটে

নিজের হাতে লিখে মমতাকে চিঠি অর্জুনের

কলকাতা : ভাটপাড়ার রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি৷ গাড়ি থেকে নেমে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মমতার৷ মমতার এহেন ভিডিও ভাইরাল হতেই পাল্টা দেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং৷ মুখ্যমন্ত্রীকে ‘জয় শ্রীরাম’ লেখা ১০ লক্ষ পোস্টকার্ড পাঠানোর কথা জানান৷ তারই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিলেন বিজেপির এই সাংসদ৷ তৃণমূল ছেড়ে বিজেপির টিকিটে জেতা সাংসদ অর্জুন সিং নিজের হাতেই বেশ কয়েকটি পোস্টকার্ড লেখেন৷

গোটা বারাকপুর শিল্পাঞ্চলের বিজেপির বিভিন্ন পার্টি অফিসেও হাজার হাজার পোস্টকার্ডে ‘জয় শ্রীরাম’ লেখারও কাজও শুরু হয়ে গিয়েছে বলে খবর৷ ১০ লক্ষ চিঠি পাঠানোর জন্য ‘জয় শ্রীরাম’ লেখা পোস্টকার্ড হাতে রাস্তাঘট থেকে শুরু করে লোকাল ট্রেনেও বিলি করার কাজও শুরু করে দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা৷ বিজেপি কর্মীদের আবদার, তাঁরা যেন এই পোস্টকার্ড মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেন৷ ইতিমধ্যেই,  ‘জয় শ্রীরাম’ লেখা বেশ কিছু পোস্টকার্ড বিভিন্ন পোস্ট অফিসের ডাকবাক্সে ফেলার কাজও শুরু করে দিয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =