নয়াদিল্লি: গ্রেপ্তারির সম্ভাবনা থাকায় ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল দেশের শীর্ষ আদালত৷ আজই এই বিষয়ে মামলা দায়ের করা হয়৷ মামালা দায়ের পরপরই শীর্ষ আদালতে শুরু হয় শুনানি৷ শুনানিতে সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, আগামী ৫ দিন অর্জুনকে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ৷ অর্জুনের অভিযোগ ছিল, তাঁর নামে রাজনৈতিক কারণে নানা মিথ্যা অভিযোগ আনা হচ্ছে৷
Supreme Court gives protection from arrest for five days to BJP candidate from Barrackpore constituency in West Bengal, Arjun Singh. A Bench of Justice Arun Mishra &Justice MR Shah grants protection to Singh from arrest in cases registered against him by the West Bengal police
— ANI (@ANI) May 22, 2019
রাজ্যের পুলিশ তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে। তাঁর আইনজীবী রঞ্জিত মিশ্র বলেছেন, অর্জুন গ্রেফতারির ভয় পাচ্ছেন। এজন্যই তিনি আদালতে অব্যাহতির নির্দেশ চেয়ে আবেদন করেছেন। মঙ্গলবারই বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় অভিযোগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তাঁকে এনকাউন্টারে খুনও করা হতে পারে। অন্যদিকে, ভাটপাড়া, জগদ্দলে এদিন নতুন করে অশান্তি না হলেও অর্জুনের বাড়ি ঘিরে পাহারায় রয়েছে নিরাপত্তাবাহিনী৷