ভাটপাড়া: অর্জুন সিংহের দপ্তরে গিয়ে বারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে কার্যত ‘গৃহবন্দি’ করল পুলিশ৷ আজ, সকালে ভোট শুরু হওয়ার কয়েকঘণ্টার মধ্যেই অর্জুনের দপ্তরে গিয়ে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী৷ সেখানে পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, তিনি যেন অযথা না বেরোন৷ পুলিশের এই নির্দেশকে উড়িয়ে পাল্টা মন্তব্য অর্জুনের৷
রবিবার ভোট শুরু হওয়ার পর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের তরফে অর্জুনকে নির্দেশ দেওয়া হয়, তিনি যেন অযথা বাড়ি থেকে বের না হন৷ কোনও কোনও সমস্যা হলে পুলিশকে জানানো জন্যও নির্দেশ দিয়ে যান পুলিশকর্তারা৷ পুলিশের এই নির্দেশের পর পাল্টা অর্জুনের মন্তব্য, ‘‘আমি পুলিশকে সাফ জানিয়ে দিয়েছি, কোথাও কোনও আশান্তি হলে, ভোট লুট হলে আমি ছুটে যাবই৷’’
ভোট শুরু হওয়ার আগেই অশান্তি ছড়াল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়৷ শনিবার রাতে তৃণমূল-বিজেপির দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। গুলি, বোমা চলে। কাঁকিনাড়ার কাছে আর্যসমাজ মোড়ে পর পর কয়েকটি গাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয়বাহিনী ঘটনাস্থলে যায়। বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় গোটা এলাকায়৷ শনিবার রাতের পর আজ সকাল থেকেই এলাকায় বহিরাগতরা এলাকায় রয়েছে বলে অভিযোগ তোলেন মদন মিত্র৷