ভোটারদের ‘ভয়’ দেখিয়ে এলাকায় তাণ্ডব চালাচ্ছেন অর্জুন, দাবি তৃণমূলের

বারাকপুর: দলের প্রাক্তন বিধায়ক অর্জুন সিংয়ের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভেঙে বাইক মিছিল করার অভিযোগ আনল তৃণমূল। দলের তরফে নির্বাচন কমিশনে এ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে। উত্তর ২৪ পরগনার যুব তৃণমূল নেতা সম্রাট তপাদারের অভিযোগ, ভোটারদের ভয় বাইক মিছিল করেছেন অর্জুন। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়েছেন ভাটপাড়ার প্রাক্তন বিধায়ক৷ সংবাদ সংস্থা

ভোটারদের ‘ভয়’ দেখিয়ে এলাকায় তাণ্ডব চালাচ্ছেন অর্জুন, দাবি তৃণমূলের

বারাকপুর: দলের প্রাক্তন বিধায়ক অর্জুন সিংয়ের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভেঙে বাইক মিছিল করার অভিযোগ আনল তৃণমূল। দলের তরফে নির্বাচন কমিশনে এ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে। উত্তর ২৪ পরগনার যুব তৃণমূল নেতা সম্রাট তপাদারের অভিযোগ, ভোটারদের ভয় বাইক মিছিল করেছেন অর্জুন। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়েছেন ভাটপাড়ার প্রাক্তন বিধায়ক৷

সংবাদ সংস্থা পিটিআইকে সম্রাট বলেছেন, নির্বাচনী আচরণবিধি ভেঙে বাইক মিছিল করেছেন অর্জুন। আমরা তাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বিষয়টি জানিয়েছে। ভোটাররা যাতে ভয় পান তা নিশ্চিত করতেই এভাবে বাইক মিছিল করা হয়েছে। কমিশনের পাশাপাশি পুলিশকেও বিষয়টি জানানো হয়েছের।

অর্জুন সিং উত্তর ২৪ পরগনার রাজনীতিতে বড় নাম। বাম আমলেও ভাটপাড়া কেন্দ্র নিজের দখলে রেখেছিলেন তিনি। পাশাপাশি স্থানীয় পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। কিন্তু এবারের লোকসভা নির্বাচনের আগে দলের সঙ্গে ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী হওয়া নিয়ে সংঘাত হয় অর্জুনের। বর্তমান সাংসদ দীনেশ ত্রিবেদীর উপরেই ভরসা রাখে তৃণমূল। এরপর গত মাসে দল ত্যাগ করেন অর্জুন। বিজেপির টিকিটে সেই ব্যারাকপুর থেকেই প্রার্থী হয়েছেন তিনি। এরই মাঝে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যানের পদ খুইয়েছেন।

অর্জুনের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন নানা রকম কৌশল কাজে লাগিয়ে ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করছেন অর্জুন। আমরা আশা করি কমিশন বিষয়টি খতিয়ে দেখে ইতিবাচক পদক্ষেপ করবে। দলবলের পর থেকেই তৃণমূল নেতাদের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন অর্জুন। মাত্র কয়েক দিন আগে ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন গতবারের থেকে বেশি ভোট পেয়ে নির্বাচিত হবেন দীনেশ। পাশাপাশি অর্জুনকে পচা গুন্ডা বলে কটাক্ষ করেন অভিষেক। প্রতিক্রিয়া দিতে সময় নেননি অর্জুন। তিনি বলেন, অভিষেক বাচ্চা ছেলে। ক্ষমতায় আছেন বলে এ ধরনের কথা বলছেন। ক্ষমতার বাইরে গেলে পঞ্চায়েত ভোটে জিততে পারবেন না। এ হেন অর্জুনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভাঙার  অভিযোগে আনল তাঁর পুরনো দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + fourteen =