বারাকপুর: ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় বারাকপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক সমীকরণ এখন দু’নৌকায়। অর্জুন সিং ভাটপাড়া বিধানসভার বিধায়কের পাশাপাশি ওই পুরসভার চেয়ারম্যানও।
বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর গোটা শিল্পাঞ্চলের রাজনীতির চিত্রটা অনেকটাই বদলে গিয়েছে। এদিন ভাটপাড়া পুরসভার কাউন্সিলারদের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। একপক্ষ দাবি করছেন, অর্জুন সিংয়ের সঙ্গে অধিকাংশ কাউন্সিলার রয়েছেন।
অন্যপক্ষের দাবি, তৃণমূলের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ সংখ্যক কাউন্সিলার রয়েছেন। অর্জুন সিংকে ফোন করা হলে তিনি ফোন না ধরায় এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নোয়াপাড়া বিধানসভার বিধায়ক সুনীল সিং শিল্পাঞ্চলে অর্জুন সিংয়ের অনুগামী হিসাবে পরিচিত। পাশাপাশি অর্জুনবাবু তাঁর আত্মীয় হন। বুধবার বিকালের পর অর্জুন দল ছাড়ছেন তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগাম আঁচ করেছিলেন। তাই আগেভাগে তাঁর আত্মীয়-বিধায়কের রাজনৈতিক অবস্থানের মনোভাব জানতে তিনি সুনীল সিংকে ফোনও করেছিলেন।