ব্যারাকপুর : আগামি ২৮ মে পর্যন্ত ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। বুধবার এই আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি এম আর শাহের বেঞ্চ বলেছে, হিংসা পশ্চিমবঙ্গে এখন জলভাত। কোনোও কারণ ছাড়াই সেখানে লোকে সংঘর্ষে জড়ায়। গ্রেফতারির সম্ভাবনা থাকায় সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন অর্জুন। বুধবারই তাঁর আবেদনটি শুনেছে শীর্ষ আদালত।
অর্জুনের অভিযোগ, তাঁর নামে রাজনৈতিক কারণে নানা মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। রাজ্যের পুলিশ তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে। তাঁর আইনজীবী রঞ্জিত মিশ্র বলেছেন, অর্জুনকে ৪ এপ্রিল থেকে ২০ মে ২০টি মামলায় জড়ানো হয়েছে। তিনি গ্রেফতারির ভয় পাচ্ছেন। এজন্যই তিনি আদালতে অব্যাহতির নির্দেশ চেয়ে আবেদন করেছেন। মঙ্গলবারই বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় অভিযোগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। তাঁকে এনকাউন্টারে খুনও করা হতে পারে। অন্যদিকে, ভাটপাড়া, জগদ্দলে এদিন নতুন করে অশান্তি না হলেও অর্জুনের বাড়ি ঘিরে পাহারায় রয়েছে নিরাপত্তাবাহিনী।