‘ভোট লুটে’র তণমূলী কৌশল হাতেনাতে ধরলেন অনুপম!

যাদবপুর: ভোট লুটের নয়া কৌশল ফাঁস করতেই আক্রান্ত বিজেপি প্রার্থী৷ ভাঙচুর গাড়ি৷ যাদবপুরের বিজেপি প্রার্থীর অভিযোগ, যাদবপুরের ১৫০-এর ১৩৭ নম্বর বুথে আঙুলে কালি লাগিয়ে ভোটারদের ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে খবর পান তিনি৷ ভোটারদের ফিরিয়ে দিয়ে অবাধে চলে ছাপ্পা৷ নিজের মুখ ঢেকে এক মহিলা তৃণমূল কর্মী ছাপ্পা দিচ্ছিলেন বলে অভিযোগ পান বিজেপি প্রার্থী৷ খবর পেয়ে

955207ef650ae4f2501305009834442c

‘ভোট লুটে’র তণমূলী কৌশল হাতেনাতে ধরলেন অনুপম!

যাদবপুর: ভোট লুটের নয়া কৌশল ফাঁস করতেই আক্রান্ত বিজেপি প্রার্থী৷ ভাঙচুর গাড়ি৷ যাদবপুরের বিজেপি প্রার্থীর অভিযোগ, যাদবপুরের ১৫০-এর ১৩৭ নম্বর বুথে আঙুলে কালি লাগিয়ে ভোটারদের ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে খবর পান তিনি৷ ভোটারদের ফিরিয়ে দিয়ে অবাধে চলে ছাপ্পা৷ নিজের মুখ ঢেকে এক মহিলা তৃণমূল কর্মী ছাপ্পা দিচ্ছিলেন বলে অভিযোগ পান বিজেপি প্রার্থী৷ খবর পেয়ে ওই বুথে যেতেই হামলার শিকার হন তিন৷

যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরার অভিযোগ, যাদবপুরের ১৫০-এর ১৩৭ নম্বর বুথ থেকে এই অভিযোগ পেয়ে বিজেপি প্রার্থী সেখানে পৌঁছান৷ বিজেপি প্রার্থী পৌঁছতেই উত্তেজনা ছড়ায়৷ বিজেপি প্রার্থীকে ঘিরে বুথের মধ্যেই বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের মহিলা সমর্থকরা৷ বিক্ষোভ উপেক্ষা করেও ছাপ্পা ভোট রুখে দেওয়ার চেষ্টা করেন তিনি৷ অনুপমের অভিযোগ, সকাল থেকেই ওই বুথে বেশ কিছু বৈধ ভোটারকে আঙুলে কালি লাগিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছিল৷ কালি লাগালেও তাঁদের ভোট দিতে দেওয়া হয়নি বলেও অভিযোগ তোলেন তিনি৷ বিজেপি প্রার্থীর অভিযোগ, ওই ভোটারদের বদলে তৃণমূলের হয়ে কয়েকজন মহিলা ভোটার মুখ ঢেকে ভোট দিয়ে আসছিলেন৷ অনুপমের দাবি, এই ঘটনা দেখে একজনকে তিনি হাতেনাতে ধরেও ফেলেন৷ এর পরেই তৃণমূলের মহিলা কর্মী সমর্থকরা অনুপমকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়ানে তিনি৷ গোটা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন অনুপম হাজরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *