পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতি করা ঝুঁকিপূর্ণ কাজ : দিলীপ ঘোষ

কলকাতা : ভোটের দামাম বাজতেই শাসক দল সহ অনান্য বিরোধী থেকে অনেকেই নাম লিখিয়ে চলেছেন পদ্ম শিবিরে | সম্প্রতি ঘাস ফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন সৌমিত্র খাঁ, অনুপম হাজরা, সিপিএমের খগেন মুর্মু, কংগ্রেসের দুলাল বর সহ তৃণমূলের দাপুটে নেতা অর্জুন সিং | কিন্তু অর্জুন সিং বাদে বাকি নতুন সদস্যদের বিজেপিতে যোগ দেওয়ার অনেক দিন

পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতি করা ঝুঁকিপূর্ণ কাজ : দিলীপ ঘোষ

কলকাতা : ভোটের দামাম বাজতেই শাসক দল সহ অনান্য বিরোধী থেকে অনেকেই নাম লিখিয়ে চলেছেন পদ্ম শিবিরে | সম্প্রতি ঘাস ফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন সৌমিত্র খাঁ, অনুপম হাজরা, সিপিএমের খগেন মুর্মু, কংগ্রেসের দুলাল বর সহ তৃণমূলের দাপুটে নেতা অর্জুন সিং | কিন্তু অর্জুন সিং বাদে বাকি নতুন সদস্যদের বিজেপিতে যোগ দেওয়ার অনেক দিন পেরিয়ে গেলেও প্রতক্ষ্য ভাবে এখনও অব্দি দলের হয়ে কাজের নামেননি তারা | তার কারণ নিরাপত্তা | যতক্ষণ না এই নতুন সদস্যদের নিরাপত্তা নিশ্চিত হবে ততক্ষণ প্রতক্ষ্য ভাবে কাজে নামবেন না তারা | কারণ পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতি করা ঝুকির | শুক্রবার সাংবাদিক সন্মেলনে শাসক দলের প্রতি এভাবেই তোপ দাগেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ | শুক্রবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন,ইতিমধ্যেই দলে অনেক নতুন সদস্য যোগ হয়েছেন | তবে এখানেই শেষ নয়, আগামীতে আরও অনেকেই আসতে চলেছেন |

এপ্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়কে কটাক্ষ করে তিনি বলেন, ‘যেখানে ওরা পঞ্চায়েত ভাঙার চেষ্টা করছে, আমরা সংসদের সদস্য ভাঙিয়ে নিয়ে আসছি । ওরা জেলা পরিষদ ভাঙার চেষ্টা করছে, আমরা বিধায়কদের ভাঙিয়ে নিয়ে আসছি | কিন্তু যতক্ষণ না তাদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে ততক্ষণ তারা কাজে নামবেন না’ | এদিন গত পঞ্চায়েত নির্বাচনের কথা মনে করিয়ে দিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘রাজ্যের করুন রূপ ফুটে উঠেছিল গত পঞ্চায়েত নির্বাচনের সময় | সেই সময়ও রাজ্যের বিরোধী দলনেতারা আক্রান্ত হয়েছিল শাসক দলের গুন্ডাবাহিনীর কাছে | এমনকি বাদ জানানি ভোট দিতে আসা মহিলারাও | কারণ রাজ্য বিজেপির কথায়, পশ্চিমবঙ্গে ভোট হয়না, ভোট করানো হয়’ | এদিন মুখ্যমন্ত্রীকে বিদ্ধ করে তিনি বলেন, এক সময় তিনিই যখন বিরোধী দলনেত্রী ছিলেন সেই সময় তিনি এই দলবাজির বিরোধিতা করে এসেছিলেন কিন্তু বর্তমানে এর উল্টোটা করছেন | এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে তিনি বলেন, এর প্রকৃত কারণ কি | এমন কি হয়ে গেল যে, এক সময় যে মমতা বন্দ্যোপাধায় সেন্ট্রাল সোর্স চেয়েছিলেন, সিবিআই তদন্ত চেয়েছিলেন তিনি এখন তার বিরোধিতা করছেন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *