কলকাতা: ফের দল বদলের বিড়ম্বনা তৃণমূল শিবিরে? এবার কি সেই তালিকায় নাম তুলতে চলেছেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী? গোটা মুরলিধর সেন লেনজুড়ে চলছে জল্পনা৷ তরুণ এই তৃণমূল বিধায়ক বিগত বিধানসভা ভোটের আগে কংগ্রেস ত্যাগ করে ঘাসফুল শিবিড়ে নাম লেখান৷
তৃণমূলে যোগদান করার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বিধানসভার টিকিট দেন৷ ২০১৬ সালে প্রথমবার জিতে রাজ্য বিধানসভায় পা রাখেন সৌরভ চক্রবর্তী৷ ফের আলিপুরদুয়ারের বিধায়ক দল পরিবর্তন করতে পারেন বলে শুরু হয়েছে জল্পনা৷ কংগ্রেস থেকে মুকুল রায়ের হাত ধরে সৌরভ চক্রবর্তী তৃণমূলে যোগ দেন৷ সেটা এখন অতীত৷ তোর্ষা নদী দিয়ে বসে গিয়েছে অনেক জল৷ তৃণমূলের চানক্য এখন বিজেপিতে৷
লোকসভায় সাফল্য মিলতেই দলবদলের হিড়িক পড়ে গিয়েছে বিজেপি শিবিরে৷ এই হিড়িকের মধ্যেই শুরু হয়েছে নয়া জল্পনা৷ কানাঘুষো চলছে, ফের মুকুল রায়ের হাত ধরে আরও একবার দল পরিবর্তন করতে পারেন তৃণমূল বিধায়ক৷ চলতি মাসেই সৌরভ চক্রবর্তী বিজেপিতে যোগদান করতে পারেন বলে বিজেপির রাজ্য নেতারা দাবি করছেন৷ যদিও রাজ্য বিজেপির কোনও রাজ্য নেতৃত্বে এইবিষয়ে অফিসিয়াল মন্তব্য করেননি। আর দলত্যাগ নিয়ে সৌরভ চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি অস্বিকার করেছেন৷ তিনি বলেন, এমন কিছুই হয়নি৷ তবে মুকুল রায়ের তিনি নিয়মিত সৌরভ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ রাখছেন৷ তাকে দলে নিতে তৎপরতা শুরু হয়েছে বিজেপি শিবিড়ে৷