কলকাতা: রাজ্যে আরও এক জেএমবি জঙ্গি গ্রেপ্তার৷ কাটোয়ার বাজেপ্রতাপুর চরকুম্ভ বাসস্ট্যান্ড থেকে আব্দুল রহিম নামে জঙ্গিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসটিএফ৷
জানা গিয়েছে, ধৃত ওই জঙ্গি ২০১৮ সালের জানুয়ারি মাসে বুদ্ধগয়া বিস্ফোরণে জড়িত৷ ওই বিস্ফোরণের পর থেকে গা ঢাকা দিয়েছিল রহিম৷
West Bengal: Yesterday, STF Kolkata arrested one Abdul Rahim, a resident of Murshidabad, West Bengal. He is a member of Jammat-ul-Mujaheedin Bangladesh (JMB) & an active member of JMB Dhulian Module, responsible for 2018 Bodh Gaya Blast.
— ANI (@ANI) July 2, 2019
এর আগে দফায় দফায় অভিযান চালিয়ে হওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে ৪ জামাত জঙ্গিকে গ্রেপ্তার করে এসটিএফ৷ গত ২৫ জুন শিয়াদহ থেকে দু’জঙ্গি ও পর দিন ২৬ জুন হাওয়া থেকে এক বাংলাদেশি সহ দুই জঙ্গিকে গ্রেপ্তার করছে এটিএফের আধিকারিকরা৷ ধৃতদের কাছ থেকে বেশ কিছু জঙ্গি কার্যকলাপ সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে৷
জানা গিয়েছে, ধৃত এই চার জঙ্গির কাজ ছিল জঙ্গি দলে লোক নিয়োগ করা৷ এই কাজ করতেই তারা ভিন্ন রাজ্যে যাচ্ছিল৷ গোপন সূত্রের খবর বাংলার দু’টি স্টেশনে অভিযান চালান কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফের আধিকারিকরা৷ ধৃতদের জেরা ককতে চাঞ্চল্যকর তথ্য পান তন্দকারী আধিকারিকরা৷ করা হয় গ্রেপ্তার৷ বাংলাদেশি জঙ্গি সংগঠন জামাত উল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবিকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার৷ গত ২৪ মে এক নির্দেশিকায় একথা জানানো হয়৷ নির্দেশিকা অনুসারে বেআইনি কার্যকলাপরোধী আইন ১৯৬৭ অনুসারে হিংসা থেকে শুরু করে নাশকতা ছাড়ানোর জন্য জামাতকে নিষিদ্ধ করা হয়৷