বিজেপিতে যোগ দিলেন টলিপাড়ার আরও এক অভিনেত্রী

নয়াদিল্লি: ফের টলিউডে থাবা বসাল বিজেপি৷ টলিউডের ১১ জন অভিনেতা, অভিনেত্রী বিজেপিতে যোগদানের পর এবার টলিপড়ার আরও এক তারকা যোগ দিলেন বিজেপিতে৷ রবিবার রিমঝিম মিত্র বিজেপিতে যোগদান করেন৷ দলের রাজ্য সদর দপ্তরে দিলীপ ঘোষের হাত দিয়ে টলিউডের নায়িকা বিজেপিতে যোগদান করেন৷ গত বৃহস্পতিবার টলিউড থেকে ১১ জন পরিচিত মুখ দিল্লির বিজেপির পার্টি অফিসে উপস্থিত হয়ে

বিজেপিতে যোগ দিলেন টলিপাড়ার আরও এক অভিনেত্রী

নয়াদিল্লি: ফের টলিউডে থাবা বসাল বিজেপি৷ টলিউডের ১১ জন অভিনেতা, অভিনেত্রী বিজেপিতে যোগদানের পর এবার টলিপড়ার আরও এক তারকা যোগ দিলেন বিজেপিতে৷ রবিবার রিমঝিম মিত্র বিজেপিতে যোগদান করেন৷ দলের রাজ্য সদর দপ্তরে দিলীপ ঘোষের হাত দিয়ে টলিউডের নায়িকা বিজেপিতে যোগদান করেন৷

গত বৃহস্পতিবার টলিউড থেকে ১১ জন পরিচিত মুখ দিল্লির বিজেপির পার্টি অফিসে উপস্থিত হয়ে গেরুয়া পতাকা তুলে নেন৷ বিজেপিতে যোগদান করেন ঋষি কৌশিক, পার্ণ মিত্র, কাঞ্চনা মৈত্র, রূপাঞ্জনা মিত্র, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়, দেবরঞ্জন নাগ, অরিন্দম হালদার, মৌমিতা গুপ্ত, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী এবং রূপা ভট্টাচার্য। টলিউডের টলিউডের এই কলাকুশলিরা সবাই একসময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গিয়েছে৷ তবে লোকসভা ভোটের ফলাফলের পর অনেকেই রাজ্যের শাসক দলের সঙ্গে দূরত্ব বাড়াতে থাকেন৷ অবশেষে তাঁরা শাসক দলের সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিজেপিতে যোগদেন৷

রবিবার রাজ্য সদর দপ্তরে সাংবাদিক বৈঠক বিজেপির রাজ্য সভাপতি দল ভাঙা নিয়েও মমতার অভিযোগের জবাব দেন৷ বলেন, গণতান্ত্রীক পক্রিয়ায় মানুষ আমাদের দলে আসছেন৷ রাজনৈতিক থেকে অরাজনৈতিক ব্যাক্তিরাও বিজেপিতে নাম লেখাচ্ছেন। টলিউড থেকে বহু কলাকুশরিরা ইদানিং বিজেপিতে আসছেন। আমরা সবাইকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য দলে নিচ্ছি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + eight =