গ্রেড-পে বৃদ্ধির ঘোষণা, কাটল না শিক্ষক অনশন জট! কোন পথে সমাধান?

কলকাতা: প্রায় ১০ বছর পর প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে বৃদ্ধির ঘোষণা করে অনশনরত শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার করার আর্জি জানালেন শিক্ষামন্ত্রী৷ কিন্তু, শিক্ষামন্ত্রীর ঘোষণা সারবত্তা নেই বলে মন্তব্য করে অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ডাক শিক্ষকদের৷ আপও পড়ুন: শিক্ষিকাদের ‘স্ত্রী-রোগ’ নিয়ে বিস্ফোরক মন্তব্য শিক্ষামন্ত্রীর বৃৃহস্পতিবার নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বৈঠক শিক্ষকদের গ্রেড-পে বৃদ্ধি ও অনশনকারী

ce616d541652216ff686e259da509929

গ্রেড-পে বৃদ্ধির ঘোষণা, কাটল না শিক্ষক অনশন জট! কোন পথে সমাধান?

কলকাতা: প্রায় ১০ বছর পর প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে বৃদ্ধির ঘোষণা করে অনশনরত শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার করার আর্জি জানালেন শিক্ষামন্ত্রী৷ কিন্তু, শিক্ষামন্ত্রীর ঘোষণা সারবত্তা নেই বলে মন্তব্য করে অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ডাক শিক্ষকদের৷

আপও পড়ুন: শিক্ষিকাদের ‘স্ত্রী-রোগ’ নিয়ে বিস্ফোরক মন্তব্য শিক্ষামন্ত্রীর

বৃৃহস্পতিবার নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বৈঠক শিক্ষকদের গ্রেড-পে বৃদ্ধি ও অনশনকারী শিক্ষকদের দাবি অনুযায়ী ১৪ জন শিক্ষককের বদলির পুনর্বিবেচনা করার কথা জানান শিক্ষামন্ত্রী৷ একই সঙ্গে পদোন্নতির নীতি বদল করার ইঙ্গিতও দেন তিনি৷ বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘প্রাথমিক শিক্ষকরা তাঁরা তাঁদের প্রাপ্য পাবেন৷ ওঁদের দাবি মতো ১৪ জনের বদলির বিষয়ও দেখা হচ্ছে৷ রাজ্যের আর্থিক অবস্থা দেখে শিক্ষকদের সমস্যা সমাধান করা হবে৷’’

আরও পড়ুন: শিক্ষিকাদের ‘স্ত্রী-রোগ’ মন্তব্য শিক্ষামন্ত্রীর, তীব্র প্রতিক্রিয়া শিক্ষক মহলে

কিন্তু, শিক্ষামন্ত্রীর সমস্ত দাবি উড়িয়ে দিয়ে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের সম্পাদিকা পৃথা বিশ্বাস বলেন, ‘‘একটি দলীয় সবাই আজ শিক্ষা মন্ত্রী যা বলেছেন তাতে আমাদের মূল দুটো দাবি কোনওটির সুষ্ঠু সমাধান হয়নি৷ আমরা দেখতে পাচ্ছি, যে বিষয়টিতে একটি কথা ও একটি টাকাও খরচের দরকার হয় না, একটা কলমের খোঁচায় হয়ে যায়, সেই বিষয়টি কেউ আটকে রাখা হয়েছে৷ আমাদের ১৪ জনের বদলির বিষয়টিকে সরকার আমাদের সঙ্গে দরকষাকষির মাধ্যম হিসেবে ব্যবহার করছে৷ আজ দলীয় সভায় গ্রেড পেয়ে ৩৬০০ টাকা করার কথা বলা হয়েছে৷ আমরা এই ঘোষণার পরেও আমাদের কর্মসূচি থেকে পিছু হটব না৷ কারণ এই কথার কোন সারবত্তা আছে বলে আমরা মনে করছি না৷ শুধু তাই নয়, এই আন্দোলন চালিয়ে গেলে, আমরা যারা জীবন পণ করেছি,  ইতিমধ্যেই তাঁরা বলেছেন, তাঁরা তাঁদের অনশন প্রত্যাহার করবেন না৷ যে শিক্ষক সংগঠন আজ গ্রেট পে ৩২-৩৬০০ শুনে শিক্ষামন্ত্রী কোথায় হাত তালি দিয়ে এসেছেন, তাঁদেরকে বুঝিয়ে দিতে হবে৷ তাঁরা আমাদের পাশে নেই৷ তাঁরা শুধুমাত্র দলীয় রাজনীতি করছেন৷’’

আরও পড়ুন: অনশনরত শিক্ষকদের পাশে দাঁড়িয়ে বার্তা সৌমিত্র, মন্দাক্রান্তার

এবিষয়ে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘‘দলীয় শিক্ষকদের কাছে গিয়ে বক্তৃতার না করে শিক্ষামন্ত্রী যদি যাঁরা আন্দোলন করছেন সেই আন্দোলনকারী প্রাথমিক শিক্ষকদের অনশন মঞ্চে গিয়ে মুখোমুখি বসে কথা বলে সমাধান করতেন সেটা সবচেয়ে ভালো হতো৷ প্রাথমিক শিক্ষকদের পিআরটি স্কেল এবং ১৪ জনের বাধ্যতামূলক বদলির বিষয়ে মৌখিক আশ্বাস না দিয়ে বাস্তবে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি এবং এর মাধ্যমেই অনশন আন্দোলন প্রত্যাহারের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারতেন৷ আমি দাবি করছি, শিক্ষামন্ত্রী অবিলম্বে সেই ভূমিকা গ্রহণ করুন৷’’

আরও পড়ুন: শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা শিক্ষামন্ত্রীর, কত হচ্ছে গ্রেড পে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *