কলকাতা: কাটমানি রুখতে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের৷ বাংলার বাড়ি প্রকল্পে যাতে কেউ কাটমানি খেতে না পারেন সেদিকে নজর রাখতে নয়া ব্যবস্থা রাজ্যের৷
সরকারি টাকা যাতে বেহাত না হয়ে যায়, সেদিকে লক্ষ্য রেখে উপভোক্তাকে নিজের ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে তাঁর অংশের ২৫ হাজার টাকা জমা দিতে হবে বলে নির্দেশিকা জারি হতে চলেছে৷ এখন থেকে কোনও কাউন্সিলার বা পুরসভাকে উপভোক্তা টাকা দেবেন না বলেই সাফ জানিয়ে দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ শহরাঞ্চলে বাংলার বাড়ি প্রকল্পে প্রত্যেক উপভোক্তাকে ২৫ হাজার টাকা দিতে হলেও গ্রামাঞ্চলে কোনও টাকা দিতে হয় না৷
এই প্রকল্পে ২৫ বর্গমিটার জায়গা থাকলে পঞ্চায়েত দপ্তর ১ লক্ষ ২০ হাজার টাকার বাড়ি তৈরি করে দেয়৷ জঙ্গলমহলে সেই পরিমাণটা ১ লক্ষ ৩০ হাজার টাকা৷ মোট বরাদ্দের মধ্যে ৬০ শতাংশ টাকা দেয় কেন্দ্র৷ রাজ্যের খরচ হয় ৪০ শতাংশ টাকা৷ শহরাঞ্চলে বাড়ি তৈরির বরাদ্দ ৩ লক্ষ ৬৮ হাজার ৫৭৮ টাকা৷ কেন্দ্র দেয় দেড় লক্ষ টাকা৷ রাজ্য দিয়ে থাকে ১ লক্ষ ৯৩ হাজার ৫৭৮ টাকা৷ এছাড়া বাড়ির সামনে রাস্তা-ড্রেনের জন্য পুরদপ্তর দিয়ে থাকে ৩৬ হাজার ৮০০ টাকা৷ প্রকল্প পেতে হলে ২৫ হাজার টাকা দিতে হয় উপভোক্তাকে৷ এদতদিন কাউন্সিলার বা পুরসভাকে ওই টাকা দিতে হত উপভোক্তাকে৷ অভিযোগ, ওই টাকা অনেক সময় জমা পড়ত না৷ এবার যাতে সেই সমস্যা না হয়, সেদিরে বিশেষ ভাবে নজর দেওয়া হচ্ছে৷