ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, আজই কি সব্যসাচীর তৃণমূলের শেষ দিন?

কলকাতা: আজ,সল্টলেকের মেয়র সব্যসাচী দত্তের ভবিষ্যৎ নির্ধারণে ডাকা হয়েছে জরুরি বৈঠক৷ বিদ্যুৎ ভবনে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পুরদলের নেতা ফিরহাদ হাকিম আজ বেলা দেড়টায় তৃণমূল ভবনে দলের বিধাননগরের সব কাউন্সিলারকে ডেকে বৈঠকে বসতে চলেছেন৷ তবে বৈঠকে সব্যসাচীকে ডাকা হচ্ছে না বলেই খবর৷ পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমে জানিয়েছেন,

ec0efa1a7d824d3abe35b6f8ed351a01

ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, আজই কি সব্যসাচীর তৃণমূলের শেষ দিন?

কলকাতা: আজ,সল্টলেকের মেয়র সব্যসাচী দত্তের ভবিষ্যৎ নির্ধারণে ডাকা হয়েছে জরুরি বৈঠক৷ বিদ্যুৎ ভবনে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পুরদলের নেতা ফিরহাদ হাকিম আজ বেলা দেড়টায় তৃণমূল ভবনে দলের বিধাননগরের সব কাউন্সিলারকে ডেকে বৈঠকে বসতে চলেছেন৷ তবে বৈঠকে সব্যসাচীকে ডাকা হচ্ছে না বলেই খবর৷

পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমে জানিয়েছেন, সব্যসাচী যা করেছেন, তা অত্যন্ত অন্যায়। দলে থাকতে হলে অনুশাসন ও আনুগত্য মেনে চলতে হবে। না মানলে থাকার দরকার নেই৷ বিধাননগর পুরসভার ৪১ জন কাউন্সিলারের মধ্যে সব্যসাচীকে নিয়ে তৃণমূলের কাউন্সিলার সংখ্যা ৩৯৷ সব্যসাচীকে বাদ দিয়ে বাকি ৩৮ জনকে আজ বৈঠকে ডাকা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর৷ তৃণমূল মহলে জোর জল্পনা, সব্যসাচীকে সরানোই হচ্ছে৷ আজই সম্ভবত সব্যসাচীর তৃণমূলের শেষ দিন৷ সে কারণেই তাঁকে বাদ দিয়ে বৈঠক ডাকা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *