দিদিকে ফোন করতেই হাজির দেবদূত! মিলল ক্যান্সার রোগীর চিকিৎসা

কলকাতা: না! স্বপ্ন নয়! নয় কোনও রূপকথার গল্প! দিদিকে ফোন করতেই খুলে গেল ভাগ্য৷ এক ফোনেই মিলল সমাধান৷ শুধু সমাধান নয়৷ মারণ ক্যান্সার রোগ থেকে নিমেষেই মুক্তি পেলেন রোগী৷ হল চিকিৎসা৷ অস্ত্রোপচার৷ রিমা দত্ত৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক৷ জ্যেঠিমা ক্যান্সার আক্রান্ত৷ স্টেজ ফোর৷ চিকিৎসায় লাগবে প্রচুর অর্থ৷ কিন্তু, কীভাবে হবে সমাধান? ছিলেন চিন্তায়৷ এ হাসপাতাল থেকে

দিদিকে ফোন করতেই হাজির দেবদূত! মিলল ক্যান্সার রোগীর চিকিৎসা

কলকাতা: না! স্বপ্ন নয়! নয় কোনও রূপকথার গল্প! দিদিকে ফোন করতেই খুলে গেল ভাগ্য৷ এক ফোনেই মিলল সমাধান৷ শুধু সমাধান নয়৷ মারণ ক্যান্সার রোগ থেকে নিমেষেই মুক্তি পেলেন রোগী৷ হল চিকিৎসা৷ অস্ত্রোপচার৷

রিমা দত্ত৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক৷ জ্যেঠিমা ক্যান্সার আক্রান্ত৷ স্টেজ ফোর৷ চিকিৎসায় লাগবে প্রচুর অর্থ৷ কিন্তু, কীভাবে হবে সমাধান? ছিলেন চিন্তায়৷ এ হাসপাতাল থেকে ও হাসপাত ঘুরতে ঘুরতে নাজেহাল অবস্থা৷ জ্যেঠিমা চিকিৎস্যার ব্যবস্থা করাতে নাজেহাল হয়ে ওঠা রিমা, হঠাৎ হাতে ফোন নিয়ে ডায়াল করে ফেললেন দিদিকে৷ দিদিকে বলার ফোন নাম্বার জানালেন সমস্যার কথা৷ ব্যাস এটুকুই! রিমাদেবী ভাবতেও পারেননি, এভাবেও মিলতে পারে সমাধান৷ অভিযোগ জানানোর কয়েক ঘণ্টা পর বেজে উঠে ফোন৷ ফোন ধরতেই ওপার থেকে দেবদূতের মতো হাজির হয়ে আসে বার্তা৷

রোগীকে হাসপাতালে ভর্তি করানো হয়৷ নেওয়া হয় চিকিৎসার দায়িত্ব৷ কলকাতা দিদিকে ফোন করতেই মেলে সুযোগ৷ ফোনের ওপার থেকেই জানিয়ে দেয়া হয়, পিজি হাসপাতালে সুপারের সঙ্গে দেখা করতে৷ সেই নির্দেশ পালন করতেই মিলে সমাধান৷ পিজি হাসপাতালে ভর্তির পাশাপাশি তিন দিনের মধ্যেই করা হয় অপারেশন৷ আপাতত ওই রোগী অবস্থা স্থিতিশীল৷ জ্যেঠিমা অসুস্থ হয়ে উঠতেই দিদিকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি রিমাদেবী৷ জানিয়েছেন,  তিনি চান তাঁর মতো এমন রোগীরাও যাঁতে একই সুযোগ পান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =