বারাসত: রাজনৈতিক সংঘর্ষে ফের বলি বাংলায় তিন প্রাণ৷ সংঘর্ষ ঘিরে রাজনৈতিক কাদা ছোড়ছুড়ি চলছেই৷ রাজনৈতিক কোনদলের জেরে গুমড়ে কাঁদছে গোটা সন্দেশখালির ন্যাজাট৷ তৃণমূল-বিজেপি সংঘর্ষে তিন জনের মৃত্যু ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ এখনও নিখোঁজ বহু৷ এই পরিস্থিতি দাঁড়িয়ে ফের ন্যাজাট অভিযান তৃণমূল-বিজেপির৷ দুই দলের প্রতিনিধল ঘটনাস্থলে যাচ্ছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন্ধ ইন্টারনেট পরিষেবা৷
শনিবার সন্ধ্যায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে সন্দেশখালির ন্যাজাট থানার ভাঙিপাড়া গ্রাম৷ উভয় পক্ষের তুমুল সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর দাবি, তাদের তিন জন কর্মী মারা গিয়েছেন৷ নিখোঁজ দুই৷ অন্যদিকে, তৃণমূল নেতৃত্বের দাবি জানিয়েছে, ওই ঘটনায় এক তৃণমূল কর্মী খুন হয়েছেন৷ তাঁকে গুলি করার পর কুপিয়ে খুন করা হয়েছে৷ জখম বহু৷
স্থানীয় সূত্রে খবর, রাজনৈতিক দলের পতাকা লাগানোকে কেন্দ্র করে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দফায় দফায় চলে ব্যাপক সংঘর্ষ৷ বোমা ও গুলির আঘাতে বেশ কয়েকজন জখম হন৷ অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে উঠলেও গ্রামে পুলিশ ঢুকতে পারেনি৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা৷ সংঘর্ষ থামাতে আশপাশের জেলা থেকেও প্রচুর পুলিশ আনা হয়৷ আজও মোতায়েন বিশাল পুলিশবাহিনী৷
শনিবার জামাই ষষ্ঠীর উৎসবের আনন্দ মাটি করে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে৷ রাজ্যজুড়ে একের পর এক অশান্তি, হিংসা বাড়তে থাকায় বাড়ছে উদ্বেগ৷ আতঙ্কিত বাসিন্দাদের একটাই প্রশ্ন, আর কত মৃত্যুর পর শান্ত হবে বাংলা? শান্ত বাংলায় কেন এত অশান্তি?