অনুব্রত’র গড়ে অনিশ্চিত মোদির সভা, অনুমতি ঘিরে জটিলতা

বোলপুর: ফের মোদির সভা ঘিরে জটিলতা৷ এবার অনুব্রতর গড়ে থমকে গেল নরেন্দ্র মোদির সভা৷ বিকল্প ব্যবস্থা না নিলে সভা বাতিলের প্রবল সম্ভবা দেখা গিয়েছে৷ জানা গিয়েছে, আগামী ২৪ এপ্রিল বোলপুরে সভা করার কথা ছিল মোদির৷ বোলপুরের ডাক বাংলোর মাঠে সভা করতে চয়ে জেলা প্রশাসনের কাছে অনুমতির আর্জি জানায় বিজেপি৷ কিন্তু, বিজেপির এই আর্জি জেলা প্রশাসনের

অনুব্রত’র গড়ে অনিশ্চিত মোদির সভা, অনুমতি ঘিরে জটিলতা

বোলপুর: ফের মোদির সভা ঘিরে জটিলতা৷ এবার অনুব্রতর গড়ে থমকে গেল নরেন্দ্র মোদির সভা৷ বিকল্প ব্যবস্থা না নিলে সভা বাতিলের প্রবল সম্ভবা দেখা গিয়েছে৷

জানা গিয়েছে, আগামী ২৪ এপ্রিল বোলপুরে সভা করার কথা ছিল মোদির৷ বোলপুরের ডাক বাংলোর মাঠে সভা করতে চয়ে জেলা প্রশাসনের কাছে অনুমতির আর্জি জানায় বিজেপি৷ কিন্তু, বিজেপির এই আর্জি জেলা প্রশাসনের তরফে বাতিল করা হয়৷

কিন্তু, কেন বাতিল মোদির সভার অনুমতি? প্রশাসন সূত্রে খবর, ওই দিন আগে থেকেই সভার জন্য অনুমতি নিয়ে রেখেছে বামফ্রন্ট৷ ২৪ এপ্রিল সূর্যকান্ত মিশ্রের সভার জন্য বোলপুরের ডাক বাংলোর মাঠে অনুমতি দিয়ে দিয়েছে প্রশাসন৷ ফলে, মোদির সভার জন্য বিকল্প মাঠ দেখতে বলা হয়েছে৷ কিন্তু, মোদির সভার জন্য প্রয়োজনীয় মাঠ এখনও চিহ্নিত করে উঠতে পারেনি বিজেপি৷ ফলে, আগামী দু’এক দিনের মধ্যে বিকল্প ব্যবস্থা করতে না পারলে সভা বাতিল হতে পারে আশঙ্কা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 10 =