NRS-কাণ্ডের জট কাটাতে নবান্নে শুরু গুরুত্বপূর্ণ বৈঠক

কলকাতা: এনআরএস-কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি জেরে রাজ্যজুড়ে সিনিয়র চিকিৎসকদের গণইস্তফায় বেহাল রাজ্যের স্বাস্থ্য পরিষেবা৷ হাসপাতাল থেকে ফিরে যাচ্ছেন রোগীরা৷ যন্ত্রণায় ছটফট করছেন বহু রোগী৷ তবুও, কিছুতেই গলছে বরফ৷ চরম ভোগান্তিতে রোগীরা৷ এই অচলবস্থা কাটাতে এবার নবান্নে শুরু গুরুত্বপূর্ণ বৈঠক৷ এনআরএস জট কাটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বৈঠকে বসলেন চিকিৎসকদের একটি দল৷ ওই দলে

NRS-কাণ্ডের জট কাটাতে নবান্নে শুরু গুরুত্বপূর্ণ বৈঠক

কলকাতা: এনআরএস-কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি জেরে রাজ্যজুড়ে সিনিয়র চিকিৎসকদের গণইস্তফায় বেহাল রাজ্যের স্বাস্থ্য পরিষেবা৷ হাসপাতাল থেকে ফিরে যাচ্ছেন রোগীরা৷ যন্ত্রণায় ছটফট করছেন বহু রোগী৷ তবুও, কিছুতেই গলছে বরফ৷ চরম ভোগান্তিতে রোগীরা৷ এই অচলবস্থা কাটাতে এবার নবান্নে শুরু গুরুত্বপূর্ণ বৈঠক৷

এনআরএস জট কাটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বৈঠকে বসলেন চিকিৎসকদের একটি দল৷ ওই দলে রয়েছেন চিকিৎসক সুকুমার মুখ্যোপাধ্যায়৷ রয়েছেন চিকিৎসক অলকেন্দু ঘোষ থেকে শুরু করে মাখনলাল সাহা ও অভিজিৎ চৌধুরী৷ অচলাবস্থা কাটাতে শেষ প্রচেষ্টা বলেই মনে করছে চিকিৎসক মহল৷ তবে আদৌও আজ জট কাটে কি না, তা উত্তর দেবে সময়৷

যদিও, আন্দোলনকারী পড়ুয়ারা আগেই তিন দফা দাবি জানিয়েছেন৷ চিকিৎসকদের উপর থেকে মামলা তুলে নেওয়া, এনআরএসে এসে মুখ্যমন্ত্রীর ক্ষমা প্রর্থনা ও ডাক্তারদের নিরাত্তার দাবি পূরণ না হলে কর্মসূচি চলবে বলেই জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *