অমিত-মমতা বৈঠক শেষে রাজীব সন্ধানে সিবিআই হানা, নজরে IPS কোয়ার্টার

কলকাতা: অমিত-মমতার বৈঠক শেষ হতে না হতেই রাজীব কুমারের খোঁজে আর তৎপরতা বাড়াল সিবিআই! আজ দুপুরে এবার সিজিও কমপ্লেক্সে থেকে সরাসরি আলিপুরের আইপিএস কোয়ার্টারে সিবিআই আধিকারিকদের দফায় দফায় তল্লাশি অভিযান৷ সূত্রের খবর, আজ ৪ জনের সিবিআইয়ের একটি প্রতিনিধিদল রাজীব কুমারের সন্ধানে আলিপুরের আইপিএস কোয়ার্টারে তল্লাসি অভিযানে নামেন৷ কোয়ার্টারের মধ্যে ঢুকে শুরু করেন তল্লাশি অভিযান৷ বুধবার

অমিত-মমতা বৈঠক শেষে রাজীব সন্ধানে সিবিআই হানা, নজরে IPS কোয়ার্টার

কলকাতা: অমিত-মমতার বৈঠক শেষ হতে না হতেই রাজীব কুমারের খোঁজে আর তৎপরতা বাড়াল সিবিআই! আজ দুপুরে এবার সিজিও কমপ্লেক্সে থেকে সরাসরি আলিপুরের আইপিএস কোয়ার্টারে সিবিআই আধিকারিকদের দফায় দফায় তল্লাশি অভিযান৷

সূত্রের খবর, আজ ৪ জনের সিবিআইয়ের একটি প্রতিনিধিদল রাজীব কুমারের সন্ধানে আলিপুরের আইপিএস কোয়ার্টারে তল্লাসি অভিযানে নামেন৷ কোয়ার্টারের মধ্যে ঢুকে শুরু করেন তল্লাশি অভিযান৷ বুধবার রাতেই রাতভর শহর কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাসি অভিযান করেন সিবিআইয়ের আধিকারিকরা৷ রাতভর তল্লাশি অভিযানের পর আজ সকাল ১১টা নাগাদ সিবিআইয়ের আধিকারিকরা জরুরি বৈঠকে বসেন৷

সেই বৈঠক শেষ হওয়ার পর সিজিও কমপ্লেক্স থেকে সরাসরি আলিপুরে আইপিএসদের সরকারি কোয়ার্টারে হাজির হয়ে যান সিবিআইয়ের চার সদস্যের প্রতিনিধিদল৷ সূত্রের খবর, রাজীব কুমারের সন্ধানে আজ দুপুর দু’টো নাগাদ সিবিআইয়ের আধিকারিকরা অভিযান শুরু করেন৷

জানা গিয়েছে, আইপিএস রাজীব কুমারের সন্ধানে দিল্লি থেকে আরও একটি প্রতিনিধি দল উড়িয়ে আনা হচ্ছে কলকাতায়৷ ইতিমধ্যেই রাজীবের সন্ধানে ১২ সদস্যের বিশেষ একটি প্রতিনিধি দলকে দিল্লি থেকে কলকাতায় আনা হয়েছে৷ সূত্রের খবর, তিনটি দলে ভাগ হয়ে তল্লাসি অভিযান শুরু করেছে সিবিআইয়ের বিশেষ দল৷ একটি দল আইনি দিক খতিয়ে দেখছে৷ অন্য দলগুলি অভিযান শুরু করেছে বলে খবর৷ সাদা প্রকাশে আজ দুপুরে আইপিএস আবাসনে হানা দেয় সিবিআই৷ সূত্রের খবর, ওই আবাসনের একটি অংশ রাজীব কুমারের নামে বরাদ্দ আছে৷ আর সেই সূত্রেই এই অভিযান বলে সূত্রের খবর৷ প্রায় ৪৫ মিনিট ধরে তল্লাশি অভিযান শেষে ফিরে যান সিবিআইয়ের আধিকারিকরা৷

আজ দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যের একাধিক বিষয় নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই বৈঠক শেষ হতে না হতেই সিবিআইয়ের এই অভিযান ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + fifteen =