বাংলায় NRC-র দামামা বাজিয়ে কড়া হুঁশিয়ারি অমিত শাহের

কলকাতা: নাগরিকপঞ্জির দামামা বাজিয়ে বাংলায় ক্ষমতায় আসার জন্য আরও একবার কাতর আর্জি জানালেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নাগরিকপুঞ্জি ইস্যুতে তৃণমূল সুপ্রিমোকে কড়া আক্রমণ অমিত শাহের৷ জানান, ‘‘আপনারা বামেদের ক্ষমতায় এনে দেখেছেন৷ তারপর তৃণমূলকে ক্ষমতায় বসিয়েছেন৷ এখন বুঝতে পারছেন বাংলার কী অবস্থা চলছে৷ আমি আপনাদের বলছি, একবার আপনারা বিজেপিকে ক্ষমতায় এনে দেখুন৷

3 stocks recomended

কলকাতা: নাগরিকপঞ্জির দামামা বাজিয়ে বাংলায় ক্ষমতায় আসার জন্য আরও একবার কাতর আর্জি জানালেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নাগরিকপুঞ্জি ইস্যুতে তৃণমূল সুপ্রিমোকে কড়া আক্রমণ অমিত শাহের৷ জানান, ‘‘আপনারা বামেদের ক্ষমতায় এনে দেখেছেন৷ তারপর তৃণমূলকে ক্ষমতায় বসিয়েছেন৷ এখন বুঝতে পারছেন বাংলার কী অবস্থা চলছে৷ আমি আপনাদের বলছি, একবার আপনারা বিজেপিকে ক্ষমতায় এনে দেখুন৷ আমি কথা দিয়ে যাচ্ছি, বাংলাকে সোনার বাংলা করে দেব৷’’

এনআরসির প্রসঙ্গে অমিত শাহের মন্তব্য, ‘‘এনআরসি নিয়ে বিজেপির নীতি স্পষ্ট করতে আমি এখানে এসেছি৷ সাফ জানিয়ে দিয়ে যাচ্ছি, হিন্দু ধর্মালম্বী সমস্ত শরণার্থীরা ভারতীয় নাগরিকত্ব পাবেন৷ এনআরসি থেকে তাঁদের নাম বাদ যাবে না৷ এর জন্য নাগরিকত্ব বিল আনবে মোদি সরকার৷ তবে একজন অনুপ্রবেশকারীকে আমরা থাকতে দেব না৷ অনুপ্রবেশকারীদের ভোট ব্যাঙ্ক বানাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়৷ অনুপ্রবেশকারীদের তাড়িয়ে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে৷ বিরোধী থাকার সময় অনুপ্রবেশ নিয়ে বড় বড় কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এখন তিনি উল্টো কথা বলছেন৷ আপনাদের বলছি, বাড়ির বাড়ির গিয়ে শরণার্থীদের সঙ্গে কথা বলুন৷ ওঁদের আশ্বাস দিন, তাঁদের কোনও সমস্যা হবে না৷ সমস্ত হিন্দু শরণার্থী ভারতের নাগরিকত্ব পাবেন৷’’

এদিন পুজোর অনুমতি প্রসঙ্গ তোলেন অমিত শাহ৷ বলেন, ‘‘আজ মমতার রাজ চলছে বাংলায়৷ এখানে পুজো করতে, দুর্গা বিসর্জনের দিতেও আদালতে যেতে হয়৷ সরস্বতী পুজো করতে গেলেও সমস্যা হয়৷ কিন্তু আমি বলে যাচ্ছি, যদি কেউ পুজোর বন্ধ করার চেষ্টা করে, তাহলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *