কলকাতা: নাগরিকপঞ্জির দামামা বাজিয়ে বাংলায় ক্ষমতায় আসার জন্য আরও একবার কাতর আর্জি জানালেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নাগরিকপুঞ্জি ইস্যুতে তৃণমূল সুপ্রিমোকে কড়া আক্রমণ অমিত শাহের৷ জানান, ‘‘আপনারা বামেদের ক্ষমতায় এনে দেখেছেন৷ তারপর তৃণমূলকে ক্ষমতায় বসিয়েছেন৷ এখন বুঝতে পারছেন বাংলার কী অবস্থা চলছে৷ আমি আপনাদের বলছি, একবার আপনারা বিজেপিকে ক্ষমতায় এনে দেখুন৷ আমি কথা দিয়ে যাচ্ছি, বাংলাকে সোনার বাংলা করে দেব৷’’
এনআরসির প্রসঙ্গে অমিত শাহের মন্তব্য, ‘‘এনআরসি নিয়ে বিজেপির নীতি স্পষ্ট করতে আমি এখানে এসেছি৷ সাফ জানিয়ে দিয়ে যাচ্ছি, হিন্দু ধর্মালম্বী সমস্ত শরণার্থীরা ভারতীয় নাগরিকত্ব পাবেন৷ এনআরসি থেকে তাঁদের নাম বাদ যাবে না৷ এর জন্য নাগরিকত্ব বিল আনবে মোদি সরকার৷ তবে একজন অনুপ্রবেশকারীকে আমরা থাকতে দেব না৷ অনুপ্রবেশকারীদের ভোট ব্যাঙ্ক বানাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়৷ অনুপ্রবেশকারীদের তাড়িয়ে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে৷ বিরোধী থাকার সময় অনুপ্রবেশ নিয়ে বড় বড় কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এখন তিনি উল্টো কথা বলছেন৷ আপনাদের বলছি, বাড়ির বাড়ির গিয়ে শরণার্থীদের সঙ্গে কথা বলুন৷ ওঁদের আশ্বাস দিন, তাঁদের কোনও সমস্যা হবে না৷ সমস্ত হিন্দু শরণার্থী ভারতের নাগরিকত্ব পাবেন৷’’
Amit Shah: Didi(Mamata Banerjee) is saying will not let NRC happen in West Bengal, but I am assuring you, each and every infiltrator in India will be shown the door. You know when she was in opposition&Left was in power, she used to say infiltrators must be forced to leave India. https://t.co/wjtPCmOExA pic.twitter.com/kkDihMDik7
— ANI (@ANI) October 1, 2019
Amit Shah in Kolkata: I today want to assure Hindu,Sikh,Jain,Buddhist &Christian refugees, you will not be forced to leave India by the Centre. Don’t believe rumours. Before NRC, we will bring Citizenship Amendment Bill, which will ensure these people get Indian citizenship pic.twitter.com/zcWhmL10xl
— ANI (@ANI) October 1, 2019
BJP President Amit Shah in Kolkata: West Bengal and article 370 have a special connection, because it was the son of this soil, Syama Prasad Mukherjee ji who raised the slogan ‘Ek Nishan, Ek Vidhan aur Ek Pradhan’ pic.twitter.com/eUuSwm1wz0
— ANI (@ANI) October 1, 2019
Kolkata: Former Mayor of Bidhannagar (West Bengal) and TMC MLA Sabyasachi Dutta joins BJP in presence of Party President Amit Shah. pic.twitter.com/Z1p7reQQdE
— ANI (@ANI) October 1, 2019
এদিন পুজোর অনুমতি প্রসঙ্গ তোলেন অমিত শাহ৷ বলেন, ‘‘আজ মমতার রাজ চলছে বাংলায়৷ এখানে পুজো করতে, দুর্গা বিসর্জনের দিতেও আদালতে যেতে হয়৷ সরস্বতী পুজো করতে গেলেও সমস্যা হয়৷ কিন্তু আমি বলে যাচ্ছি, যদি কেউ পুজোর বন্ধ করার চেষ্টা করে, তাহলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না৷’’