তৃণমূলের ‘শহিদ দিবসে’র পাল্টা অমিত শাহের সভা বিজেপির

কলকাতা: নির্বাচনী প্রচারে বিজেপি যেখানেই সভা করেছে, তার পাল্টা সভা করেছে তৃণমূল৷ এবার তৃণমূলের শহিদ দিবসের পাল্টা সভা করার ঘোষণা বঙ্গ বিজেপির৷ ২১ জুনাই ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের শহিদ দিবসের পাল্টা অমিত শাহতে আনিয়ে অগাস্টের মধ্যেই কলকাতাতেই সভা করার ঘোষণা মুকুল রায়ের৷ তৃণমূলের শহিদ দিবসে এবার লোক আসবে কি না, তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন

তৃণমূলের ‘শহিদ দিবসে’র পাল্টা অমিত শাহের সভা বিজেপির

কলকাতা: নির্বাচনী প্রচারে বিজেপি যেখানেই সভা করেছে, তার পাল্টা সভা করেছে তৃণমূল৷ এবার তৃণমূলের শহিদ দিবসের পাল্টা সভা করার ঘোষণা বঙ্গ বিজেপির৷ ২১ জুনাই ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের শহিদ দিবসের পাল্টা অমিত শাহতে আনিয়ে অগাস্টের মধ্যেই কলকাতাতেই সভা করার ঘোষণা মুকুল রায়ের৷ তৃণমূলের শহিদ দিবসে এবার লোক আসবে কি না, তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন খোদ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷

জানা গিয়েছে, অগাস্টে বিজেপি ডাকা সভায় বাংলায় রাজনৈতিক হিংসার বদি হওয়া বিজেপির শহিদদের শ্রদ্ধা জানানো হতে পারে৷ সভায় জন্য শহিদ পরিবারকেও বিশেষ আমন্ত্রণ জানানো হতে পারে বলে বিজেপি সূত্রে খবর৷  তবে অগাস্টের ঠিক কবে এই সভা হবে, তার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি৷ বিজেপি সভায় অমিত শাহের সভায় তৃণমূলের তুলনায় তিনগুন বেশি ভিড় হবে বলেও জানান মুকুল৷

অন্যদিকে, দিলীপ ঘোষ জানিয়েছেন, এবার তৃণমূলের শহিদ দিবসে ভিড় খুব একটা হবে না৷ কারণ, কাটমানির ভয়ে তৃণমূল নেতারা বাড়ি থেকে বের হবেন না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 15 =