অমিত শাহের সঙ্গে ফোনে কথা মমতার, তুঙ্গে চর্চা

কলকাতা: কেশরীনাথ ত্রিপাঠীর পর বাংলার রাজ্যপাল হতে চলেছেন জগদীপ ধানকর৷ রাষ্ট্রপতির সচিবালয় সূত্রে বিবৃতি জারি করে নতুন নাম ঘোষণা করা হয়েছে৷ আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে এবিষয়ে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সংবাদমাধ্যম সূত্রে খবর পেয়ে রাজ্যের নতুন রাজ্যপালকে স্বাগত জানিয়েছেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ট্যুইট করে নিজেই এই খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এদিন দুপুরে

অমিত শাহের সঙ্গে ফোনে কথা মমতার, তুঙ্গে চর্চা

কলকাতা: কেশরীনাথ ত্রিপাঠীর পর বাংলার রাজ্যপাল হতে চলেছেন জগদীপ ধানকর৷ রাষ্ট্রপতির সচিবালয় সূত্রে বিবৃতি জারি করে নতুন নাম ঘোষণা করা হয়েছে৷ আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে এবিষয়ে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সংবাদমাধ্যম সূত্রে খবর পেয়ে রাজ্যের নতুন রাজ্যপালকে  স্বাগত জানিয়েছেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ট্যুইট করে নিজেই এই খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

এদিন দুপুরে নিজের ট্যুইটার অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘শ্রী জগদীপ ধানকারকে বাংলার নতুন রাজ্যপাল হিসেবে স্বাগত জানাই৷ আমি সংবাদমাধ্যম থেকে এইমাত্র খবর পেলাম৷ ওনাকে আমাদের সুন্দর রাজ্যে স্বাগত জানাই৷’’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘বাংলার নতুন রাজ্যপাল নিয়োগ সম্বন্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এইমাত্র কথা হল৷ আমি ওনাকে জানিয়েছি যে আমি ইতিমধ্যেই নতুন রাজ্যপালকে স্বাগত জানিয়েছি৷’’

মুখ্যমন্ত্রীর এই ট্যুইটের পর রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়৷ কারণ, নির্বাচনোত্তর ও পরবর্তী সময়ে যে দুই ব্যক্তিকে বিঁধেছিলেন তিনি তাঁরা হলেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ। এমনকি অমিত শাহ মন্ত্রী হওয়ার পরেও কোনওরকম যোগাযোগও রাজ্যের তরফ থেকে করা হয়নি। সেই শাহের সঙ্গেই এদিন কথা বলেন বলে নিজেই জানান রাজ্যের মুখ্যমন্ত্রী৷ যা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণও বটে, মত ওয়াকিবহাল মহলের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 6 =